February 17, 2025

পরে রয়েছে মায়ের রক্তাক্ত দেহ, পাশের বিছানায় ক্রন্দনরত শিশু

0
Advertisements

 

HnExpress নিজস্ব প্রতিনিধি, কোচবিহার ঃ সোমবার ভোর থেকেই একটানা শিশুর কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। শিশুটির কান্নায় ঘুম ভেঙে গিয়েছিল বাড়ির মালিকের। আশেপাশে বাড়ি থেকেও উঁকিঝুঁকি মারা শুরু হয়েছিল। ঘড়িতে তখন আনুমানিক ভোর চারটে। শেষ পর্যন্ত ঘুম থেকে উঠে কান্নার আওয়াজ লক্ষ্য করে এগিয়ে যান বাড়ির মালিক। তাঁর বাড়িতেই ভাড়া থাকে একটি পরিবার, সেই পরিবারেই দেড় বছরের এক শিশুও রয়েছে। এগিয়ে যেতেই দেখেন ঘরে বিছানার উপর বসে ওই শিশুটি কাঁদচ্ছে। বাড়ির বাকিরা কোথায়? কেউ তো নেই। মায়ের খোঁজ করতে গিয়েই আঁতকে ওঠেন সকলে। পুলিশ সূত্রের খবর, রান্নাঘরে ওই শিশুর মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। ঘটনাটি সোমবার ভোরে কোচবিহারের (Coochbihar) চকচকায় ঘটে গিয়েছে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম অর্পিতা সিং (২২)। কোচবিহারের চকচকায় ওই বাড়িতেই ভাড়া থাকতেন তিনি, তাঁর দের বছরের এক সন্তান এবং স্বামী রবীন্দ্র আর্য। মহিলার স্বামী রবীন্দ্র দিনহাটায় (Dinhata) একটি চাল কলে ইলেকট্রিশিয়ানের কাজ করেন। পুলিশ সূত্রের খবর, ১০-১২ দিন অন্তর দিনহাটা থেকে চকচকার বাড়িতে আসতেন তিনি। এ দিনও তিনি কর্মসূত্রে দিনহাটাতেই ছিলেন। ঘটনার খবর পেয়ে এ দিনই চকচকায় ফিরেছেন বলে তাঁর দাবি। যে বাড়িতে তাঁরা ভাড়া থাকতেন, সেই বাড়ির মালিক হীরামোহনচন্দ্র দাস সোমবার সকালে বাচ্চার কান্না শুনে খোঁজ করতে গিয়েই মহিলার রক্তাক্ত দেহ দেখেন। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে চাঞ্চল্য।

Advertisements

Leave a Reply