February 17, 2025

আব্দলপুর লক্ষ্মী নারায়ণ ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে পালিত হলো লক্ষ্মী-নারায়ণ পুজো ও রাসযাত্রা

0
Advertisements

HnExpress পিহু মুখ্যার্জি, উত্তর ২৪ পরগণা : কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বন। অর্থাৎ সারা বছরই কিছু না কিছু উৎসবে মুখরিত হয়ে থাকে বাংলা তথা আপামর বাঙালি। আমরা জানি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, তারপর এক এক করে আসে দীপাবলি, জগদ্ধাত্রী, ছটপুজো। সেই রেশ কাটিয়ে উঠতে না উঠতেই এসে গেল রাধাকৃষ্ণের রাসযাত্রা। রাস মূলত বৈষ্ণব ধর্মের উৎসব।

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ

জেলা খাদি মেলায় আসুন, খাদি পড়ুন, খাদি পড়ান।

যা বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রেম প্রকৃতির উৎসব, যাকে এক কথায় রাসলীলা বা ব্রজলীলাও বলা হয়ে থাকে। এই দিন গোপিনীদের সহযোগে রাধাকৃষ্ণের পূজো করা হয়। তবে এই রাস উৎসব নিয়ে পুরাণে কিন্তু বিভিন্ন মতভেদ রয়েছে।

আর সেই রাসপূর্ণিমার দিন উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত আব্দালপুরের লক্ষ্মী নারায়ণ ব্যবসায়ী কল্যাণ সমিতির স্বতঃস্ফূর্ত উদ্যোগে লক্ষ্মী নারায়ণের পুজোর মধ্য দিয়ে রাসযাত্রার শুভারম্ভ অনুষ্ঠিত হলো।

পুজোর পর ভোগের মহাপ্রসাদ বিতরণ করা হয়। এলাকার পাঁচ হাজার মানুষের হাতে সেই মালসা ভোগ তুলে দেওয়া হবে। যদিও এই উৎসবের মূল উদ্দেশ্য সকল ব্যবসায়ীদের আয় ও উন্নতির কামনা সাধন। সমিতির পুজো এবছর ১৭তম বর্ষে পদার্পণ করলো। এই ব্যবসায়ী সমিতি শুধু পুজোই নয়, সারা বছর ব্যাপী নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের সাথেও ওতোপ্রোতো ভাবে জড়িত।

যার মধ্য দিয়ে সমিতির সদস্যরা এলাকার অগুনতি সাধারণ মানুষ ও আর্তের সেবায় সদা ব্রতী বলে জানালেন সমিতির বিশিষ্ট সদস্য তীর্থ অধিকারী ও বাবাই চক্রবর্তী। উৎসবের পাশাপাশি তাঁরা আগামীদিনে রক্তদান শিবিরেরও আয়োজন করেছেন, এটাই তাদের প্রথম বছর। তাঁদের এই মহতী উদ্যোগ ও কর্মকান্ডের সাধুবাদ না জানালেই নয়।

Advertisements

Leave a Reply