October 11, 2024

দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টার নাম কৃষ্ণা সায়েন্স ফাউন্ডেশন—

0
Advertisements

HnExpress ইন্দ্রাণী সেনগুপ্ত, মধ্যমগ্রাম : KSF হলো একটি অলাভজনক সংস্থা, যা বিশিষ্ট কিছু চিকিৎসকদের যৌথ উদ্যোগের প্রয়াস। যার মূল কাজ মানুষের কাছে জনসচেতনতামূলক কার্যক্রম বা বার্তা পৌঁছে দেওয়া এবং কোনো কিছুর বিনিময় ব্যাতিরেকে সমাজের জন্য সামাজিক দায়বদ্ধতা পালন করা। দু:স্থ ও অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা, তাঁদের পাশে দাঁড়ানোর ছোট্ট প্রয়াসের আরেক নাম “কৃষ্ণা সায়েন্স ফাউন্ডেশন।”

এই সংস্থার কর্ণধার তথা সভাপতি হলেন বিশিষ্ট চিকিৎসক কার্ডিওলজিস্ট ডাঃ সুনন্দন শিকদার। যার হাত ধরেই এই সংগঠনের পথচলা শুরু হয় আজ থেকে বেশ কয়েক বছর আগে। সংস্থার সম্পাদক বিশিষ্ট চিকিৎসক ডাঃ অভ্রদীপ দাসের নির্দেশনায় এবং KSF এর সমগ্র টিমের সহযোগিতায় এই সংগঠন উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত-মধ্যমগ্রাম এলাকা জুড়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি পালন করে চলেছে।

কার্ডিয়াক অ্যারেস্টের প্রাথমিক পর্যায় কি করণীয়?

যাদের মধ্যে উল্লেখযোগ্য হল — হার্ট বিষয়ক স্বাস্থ্য জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে CPR বা Cardio Pulmonary Resuscitation এর প্রশিক্ষণ দেওয়া। যেটার মাধ্যমে মূলত কার্ডিয়াক অ্যারেস্ট আক্রান্ত রোগীকে প্রাথমিক পর্যায়ে লাইফ সাপোর্ট দিয়ে চিকিৎসা কেন্দ্র অব্দি পৌঁছে দেওয়ার সহায়ক প্রক্রিয়া। এছাড়া সংগঠনে বিশিষ্ট চিকিৎসকদের সাথে বিভিন্ন ডিজিজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষামূলক আলোচনা-পর্যালোচনা করা হয়।

বিশেষ সক্ষম শিশুদের বিশিষ্ট শিক্ষাবিদের মাধ্যমে বিনামূল্যে কাউন্সিলিং করা, প্রত্যেক মাসের একটি দিন মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালের টিবি রোগীদের বিনামূল্যে খাদ্যদ্রব্য প্রদান করা, স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে ব্লাডসুগার ও ব্লাডপ্রেশার পরীক্ষা করা হয়। এছাড়াও এখানে ছাত্র-ছাত্রীদের খুবই কম বেতনে প্যারামেডিক্যাল কোর্স সহ প্র‍্যাক্টিক্যাল প্রশিক্ষণও দেওয়া হয় বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।

Advertisements

Leave a Reply