December 9, 2024

ট্র্যাফিক বিধিভঙ্গের প্রতিরোধ গড়তে কলকাতা পুলিশের এক অভিনব নৈশ-অভিযান ‘ব্লক রেইড’

0
Fb Img 1561465379764.jpg
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, কলকাতা ঃ প্রায় রোজই থাকে সাধ্যমতো কমবেশি নজরদারির পালা, কিন্তু গতকাল সপ্তাহান্তে রাতের শহরে বেড়ে ওঠা উচ্ছৃঙ্খল আচরণের কারণে এবং ট্র্যাফিক বিধিভঙ্গের প্রতিরোধ ব্যবস্থা গড়তে সারা শহর জুড়ে চলল কলকাতা পুলিশের এক বিশেষ অভিনব নৈশ-অভিযান ‘ব্লক রেইড’। তারও পাশাপাশি চলল মোড়ে মোড়ে তল্লাশি এবং পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সতর্ক নজরদারি। এই বিশেষতম অভিযানে অংশ নিয়েছিল কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ এবং গোয়েন্দা বিভাগ সহ প্রায় সমস্ত ডিভিশন।

আর সেইমত গতকাল সারা কলকাতা শহর জুরে অপারেশন চালিয়ে বিনা হেলমেটে বাইক চালানো, বাইকের পিছনের সিটের উপবিষ্ট হেলমেটবিহীন আরোহী, বেপরোয়াভাবে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বৈধ কাগজ ছাড়াই গাড়ি চালানোর মতো ট্রাফিক আইন ভাঙার দায়ে যথাক্রমে ১২৭৮, ৫৯২, ১১০, ১২১ এবং প্রায় ৭৭ জনকে আটক করে কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট। এছাড়াও মোট ২১৭৮ জনকে বিভিন্ন ট্রাফিক আইনের আওতায় অভিযুক্ত করা হয় এদিন।

যেকোনো রকম বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।

অন্যদিকে, বিশৃঙ্খল আচরণ, একটি বাইকে ৩ জন আরোহী, বেপরোয়াভাবে ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য যথাক্রমে ৫৯০, ১২ ও ৪৯৭ জনকে আটক করা হয়। সাথে ৩২৬.৭৭ লিটার বেআইনি মদও বাজেয়াপ্ত করা হয় গতকাল। অন্যান্য আইন ভাঙার দায়ে ১৫২ জন সহ মোট ৭১৮ জনকে থানা এবং ডিটেক্টিভ ডিপার্টমেন্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। ফলতঃ রাতের অন্ধকারে নানান অপরাধে আছন্ন এই মহানগরীকে নিরাপদ ও বিপদমুক্ত করতেই কলকাতা পুলিশের এই অভিনব প্রচেষ্টা।

ছবি ও তথ্যসূত্র ঃ কলকাতা পুলিশ ফাইল।

Advertisements

Leave a Reply