March 24, 2025

কল্যাণীর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৪

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা ঃ কল্যাণীর (Kalyani) বাজি কারখানায় ঘটে গেছে ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের আঘাতে মৃত্যু হয়েছে ৪ জনের। গুরুতর আহত অবস্থায় একাধিক মানুষ ভর্তি হাসপাতালে। বিস্ফোরণের জেরে কার্যতই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কারখানাটি। উদ্ধারকার্যে হাত লাগায় স্থানীয়রা। টাইম কল, পুকুর, টিউবওয়েল থেকে বালতি বালতি জল এনে প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা।

এখনও ধ্বংসস্তূপের তলায় আর কেউ আটকে রয়েছেন কি না, তাও খুঁজে দেখা হচ্ছে। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়ে পুরো কারখানাটি কালো ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল বাহিনী (Fire Brigade) দুটি ইঞ্জিন সহ। ঘটনাস্থল থেকে চারজনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

কল্যাণীর বে-আইনি বাজি কারখানা

সূত্রের খবর, শুক্রবার দুপুরে কল্যাণী পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায় একটি বাজি কারখানায় আগুন লাগে। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে চার মহিলার। আহত আরও এক মহিলা। তাঁকে কল্যাণী হাসপাতালে (Kalyani Hospital) ভর্তি করা হয়েছে। মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এরকম একটি ঘন জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে বাজি কারখানা বানানোর অনুমতি পেলো তাও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisements

Leave a Reply