১৪ মাস অতিক্রান্ত করে অবশেষে জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক


HnExpress ১৬ই জানুয়ারি নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ১৪ মাস পর অবশেষে জামিনে মুক্ত হলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyoti Priya Mallick)। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী ১৪ মাস পর জেল থেকে ছাড়া পেলেন, তবে জামিনে। বুধবারই রেশন দুর্নীতি মামলায় তাঁকে জামিন দিয়েছে আদালত। এরপর সন্ধ্যায় জেল থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি।
আদালত জামিন দেওয়ার পরেই প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) ভিড় জমিয়েছিলেন বালুর অনুগামীরা। পৌঁছে গিয়েছিলেন বালুর মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। এরপর বিকেল সাড়ে ৫টা নাগাদ জেল থেকে বেরোন প্রাক্তন মন্ত্রী। বেরোনোর পর অবশ্য জেলের বাইরে বেশিক্ষণ দাঁড়াননি তিনি।
জেল থেকে বেরিয়েই সোজা গাড়িতে উঠে চলে গিয়েছেন মেয়ের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে। আদালত জানিয়েছে, যতদিন না এই কেসের নিষ্পত্তি হচ্ছে ততদিন এলাকার বাইরে কোথাও যেতে পারবেন না তিনি। থানায় জমা রাখতে হবে পাসপোর্ট (Passport)।