March 21, 2025

Balu’s Return, জেল থেকে মুক্তি পেতেই নিজের গড়ে হাজির জ্যোতিপ্রিয়

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, উত্ত ২৪ পরগণা ঃ Balu’s Return, জেল থেকে মুক্তি পেতেই নিজের গড়ে হাজির! সম্প্রতি জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন তৃণমূল কংগ্রেসের হেবি ওয়েট নেতা ও প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। আর ফেরার পর এই প্রথম শনিবার হাবরায় পা রাখলেন তিনি। এদিন হাবরা (Habra) থেকে পদব্রজে পৌঁছালেন পৌরসভায়। তিনি বার্তা দিয়েছেন, বিধায়ক তহবিল থেকে এলাকার কিছু উন্নয়ন করতে চান তিনি। দেখুন এক নজরে টুকিটাকি খবর……

Advertisements

Leave a Reply