বিজেপি বাহিনিরা জয় শ্রী রাম পোষ্ট কার্ড বানিয়ে পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায়
HnExpress রূপা বিশ্বাস, ব্যারাকপুর ঃ সম্প্রতি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী বিজেপি সাংসদ অর্জুন সিং-এর নেতৃত্বে গতকাল ব্যারাকপুরের দিশা হসপিটাল থেকে ব্যারাকপুর স্টেশন পর্যন্ত পোষ্ট কার্ড বিলি নামক কর্মসূচী নেওয়া হয়। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে ভাটপাড়া অঞ্চলের বিজেপি কর্মীরা জয় শ্রীরাম বলে স্লোগান দেওয়াতে মুখ্যমন্ত্রী তাদের চিহ্নিত করে গ্রেফতার করার নির্দেশ দেন। আর তার পরের দিনই তার মধ্যে ১০জনকে গ্রেফতারও করা হয়।
তবে সুত্রের খবর, তাদেরকে সেই দিনই আবার ছেড়েও দেওয়া হয়েছিল। তবে এই ঘটনাকে কেন্দ্র করেই অর্জুন সিং-এর নেতৃত্বে পুলিশি অত্যাচারের প্রতিবাদে নৈহাটি, জগদ্দল ও আমডাঙা থানা ঘেরাও করা হয়। থানা ঘেরাও এর সময় অর্জুন সিং জানান, এবারে জয় শ্রীরাম লেখা ১০ লক্ষ পোস্ট কার্ড বানানো হবে। আর সেই পোস্টকার্ড গুলি মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় পৌঁছানো হবে।
আর সেই কর্মসূচিকে মাথায় রেখেই গতকাল সকালে ব্যারাকপুর দিশা হসপিটাল এর সামনে থেকে স্টেশন রোড পর্যন্ত পথচলতি সাধারণ মানুষ জনের কাছে জয় শ্রী রাম লেখা ২০০০টি কার্ড বিলি করা হয়। এবং ব্যারাকপুর স্টেশনের যাত্রীদেরও এদিন কার্ড গুলি বিলি করা হয়। তারপরেই ব্যারাকপুর ডাকঘরে গিয়ে বিজেপি কর্মীরা সেই পোষ্ট কার্ড গুলিকে মুখ্যমন্ত্রীর ঠিকানা লিখে ডাকবাক্সে ফেলে দেওয়ার ব্যবস্থা করে।