March 21, 2025

টাই ব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে গেলো জাপান

0
Advertisements


HnExpress শিখা দেব, ওয়েবডেক্স নিউজজোর লড়াই করেও অবশেষে টাই ব্রেকারে জাপানকে হারতে হলো ক্রোয়েশিয়ার কাছে। সোমবার বিশ্বকাপের প্রি কোয়াটার ফাইনালে জাপান প্রথম থেকে গতি বাড়িয়ে আক্রমণ গড়ে তুলে ক্রোয়েশিয়ার রক্ষণভাগে ঝড় তোলে। দিয়ামের গোলে জাপান প্রথমার্ধে এগিয়ে যায়।


উত্তর ২৪ পরগণা জেলা খাদি মেলা ২০২২


দ্বিতীয় পর্বে ক্রোয়েশিয়া ছক পরিবর্তন করে জাপানকে কোণঠাসা করতে চায়। সম্মিলিত আক্রমণ থেকে ইভান গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। খেলা গড়ায় অতিরিক্ত সময় পর্যন্ত। খেলা শেষ হয় ১-১ গোলে। ভাগ্য নির্ধারণের জন্যে টাই ব্রেকারের সিদ্ধান্ত নেন রেফারি। টাই ব্রেকারে জাপানের খেলোয়াড়রা পর পর দুটি শট থেকে গোল করতে পারেননি।



ক্রোয়েশিয়ার ফুটবলাররা প্রথম দুটি শটে গোল করতে ভুল করেননি। তবে জাপানের গোলরক্ষক একটা শট ফিরিয়ে দিলেও, পরবর্তী শটে গোল করে ক্রোয়েশিয়া জিতে শেষ আটে চলে যায়। খেলা শেষ হবার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন জাপানের খেলোয়াড়রা। এবারের মতো বিশ্বকাপ ফুটবলে জাপানের সব স্বপ্ন মেঘের আড়ালে চলে গেলো।

Advertisements

Leave a Reply