এশিয়া মহাদেশের ফুটবলের রূপকথায় এবার জায়গা করে নিল ‘ইরান’



HnExpress শিখা দেব, নিজস্ব প্রতিনিধি ঃ এশিয়া মহাদেশের ফুটবলের রূপকথায় এবারে ইরান। বিশ্বকাপ ফুটবলে শুক্রবার ইরান প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াবে এই শপথে মাঠে নামে ওয়েলসের বিপক্ষে। ইরান ২-০ গোলে জয় পেলো ওয়েলসের বিপক্ষে। দুই দলই জেতার জন্যে মরিয়া হয়ে ওঠে। বেশ জমাটি লড়াইয়ে মেতে ওঠেন ফুটবলাররা জয়ের লক্ষ্যে।

প্রথম পর্বে কোন পক্ষই গোলের হদিস খুঁজে পায়নি। বেশ দুরন্ত গতিতে খেলা চলতে থাকে। রেফারি কড়া হাতে ম্যাচ পরিচালনা করেন। দ্বিতীয় পর্বে দুই দলই ছক পরিবর্তন করে আক্রমণ শানাতে থাকে। খেলার দ্বিতীয় পর্বের ইনজুরির সময়ে ইরান কৌশল বদলে গোল পেয়ে যায়।

প্রথম গোলটি করেন রুজবে চেশমি। একেবারে শেষ মুহূর্তে ইরানের গোলের ব্যবধান বাড়ান রামিন রেজিয়ান। এই বিশ্বকাপে প্রথম লাল কার্ড দেখলেন ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনস। ইরানের দুই গোলে জয় ২২— এর বিশ্বকাপে আবার চমক।