January 23, 2025

দ্বিতীয়বর্ষে পদার্পণ করলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪

0
Img 20241212 Wa00014876705439658338659
Advertisements

HnExpress রাজ ঘোষাল, কলকাতা : সেকেন্ড ইন্টারন্যাশনাল ফিল্ম স্পোর্টস ফেস্টিভ্যালের (Second International Film Sports Festival)  শুভ সূচনা হলো কলকাতার স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে। আগামী ১২ থেকে ১৫ তারিখ টানটান উত্তেজনায় খেলাধুলা মূলক ছায়াছবি দেখতে প্রস্তুত শহরবাসী। বিধাননগর ফিল্ম সোসাইটি এই কর্মকান্ডের প্রধান উদ্যোক্তা। দেশ-বিদেশের প্রায় বারোটা ছবি দেখানো হবে এই ফিল্ম ফেস্টিভালে।

মূলত ভারত, আমেরিকা, চিন, জার্মানি সহ বিভিন্ন দেশের স্পোর্টস এই ফিল্মে প্রাধান্য পেয়েছে। সংস্থার সহ সম্পাদক আজ স্পোর্টস জার্নালিস্ট (Sports Journalist Club) ক্লাবে বলেন যে, অনেক ধরনেরই ফিল্ম ফেস্টিভাল আজকাল সব জায়গাতেই হচ্ছে। প্রথম বছরে ভালো ভাবে সাড়া পাবার পর দ্বিতীয় বছরে পরলো বিধাননগর সোসাইটির (Bidhannagar Society) উদ্যোগে সেকেন্ড ইন্টারন্যাশনাল ফিল্ম স্পোর্টস ফেস্টিভাল।

Img 20241212 Wa00035235260280741154449

মূলত তিনটি শো টাইম রাখা হয়েছে দুপুর বারোটা, দুপুর আড়াইটে এবং বিকেল পাঁচটায়। বড়দের পাশাপাশি ছোটদেরও খেলাধুলা সচেতনতার জন্য এই ফিল্ম তাদের আগামী প্রজন্মের মোটিভেশন এর কাজে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জীবনের সাথে খেলাধুলা (Sports) একটা অপরিহার্য অঙ্গ যা শিশুদের কাছে আকর্ষণীয় হয়ে থাকে।

তা যদি স্বচক্ষে ফিল্মের মাধ্যমে দেখানো যায় তাহলে তারা খেলাধুলার উপরে আরো বেশি নিজেদের মনোনিবেশ করতে পারবে। মূলত এই ভাবনাচিন্তার মাধ্যমেই দ্বিতীয় বর্ষে পা রাখলো ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভাল। যা আগামী ১২ই ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা শহরে।

Img 20241212 Wa00025443942656059642550

একদিকে যখন কলকাতা ফিল্ম ফেস্টিভাল (Kolkata Film Festival) চলছে তখন আলাদা করে স্পোর্টস এর জন্য একটা আলাদা ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভাল শীতের মরশুমে পোর্টসের প্রতি উত্তেজনা আরও বাড়িয়ে দেবে তা বলাই বাহুল্য। তাই আগামী চার দিন শহরবাসীদের কাছে উপরি পাওনা হিসেবে পাওয়া সেকেন্ড ইন্টারন্যাশনাল স্পোর্টস ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪।

Advertisements

Leave a Reply