March 20, 2025

মালদার চাঁচলে নীলগাইয়ের শাবক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য

0
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ আজ মালদহের চাঁচলের জালালপুরে নীলগাইয়ের শাবক উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকা জুড়ে। পঞ্চায়েতের হজরতপুর এলাকা থেকে এদিন সকালে একটি নীলগাইয়ের শাবক উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এর সৃষ্টি হয়। ওই গ্রাম থেকে নীলগাইয়ের শাবকটিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসে পুলিস। পরে বন বিভাগের হাতে তুলে দেওয়া হয় বলে সুত্রের খবর।



জানা যায় যে, হজরতপুর গ্রামের মহানন্দা নদীর তীরবর্তী এলাকায় এদিন দুপুরে ওই নীলগাইয়ের শাবকটিকে দেখতে পান গ্রামেরই বাসিন্দারা। সেই বাসিন্দারাই নীলগাইটিকে উদ্ধার করে চাঁচল থানায় খবর দেন। চাঁচল থানার পুলিস ওই গ্রামে গিয়ে নীলগাইটিকে থানায় নিয়ে আসে এবং বন বিভাগের কর্মীদের হাতে তুলে দেন। পুলিস ও বন বিভাগের কর্মীদের প্রাথমিক তদন্তের অনুমান, নদী পথে ভেসেই শাবকটি ওই গ্রামে চলে আসে।

Advertisements

Leave a Reply