April 24, 2025

পুরোনো শত্রুতার জেরে মসজিদের ভিতর কুপিয়ে খুন

0
Advertisements

HnExpress পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর ঃ পুরানো শত্রুতার জেরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারীতে মসজিদে নামাজ চলাকালীন এক ব্যক্তিকে কোদালের দ্বারা কুপিয়ে খুন করার অভিযোগ উঠলো তাঁরই প্রতিবেশীর বিরুদ্ধে। যদিও ঘটনার পরই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে।

এটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিরোলি এলাকার ঘটনা। মৃতের নাম হাবিল মমিন (৬৪)। তিনি বিরোলি এলাকার বাসিন্দা। ঘটনায় ধৃতের নাম সত্তার রহমান বয়স (৩৫)। শনিবার সন্ধ্যায় বিরোলী এলাকার এক মসজিদে ঘটনাটি ঘটে।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৬২৪৯২৩৫০৭৬।

পুলিশের সূত্র অনুযায়ী প্রাথমিক অনুমান, পুরোনো শত্রুতার জেরেই খুন করা হয়েছে। রবিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট মর্গে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে বংশীহারী থানার পুলিশ। ঘটনার পর এলাকা জুড়ে আতঙ্কের আবহ সৃষ্টি হয়েছে।

Advertisements

Leave a Reply