December 11, 2024

রাজ্যে ফের নিম্নচাপের ভ্রুকুটি, বাড়বে তাপমাত্রা কমবে শীতের আমেজ

0
1637402652531.jpeg
Advertisements


HnExpress নিজস্ব প্রতিনিধি, ওয়েদার রিপোর্ট ঃ নভেম্বরের প্রায় শেষাশেষি শীতের আমেজ ছিল বেশ ভালোই। কিন্তু ফের নিম্নচাপের আগমন হেতু রাজ্যে শীতের প্রবেশদ্বার রূদ্ধ। হাওয়া অফিস সুত্রে জানা গেছে, আগামীকাল রবিবার থেকে বিক্ষিপ্ত ভাবে আকাশ থাকতে পারে মেঘাচ্ছন্ন। যার ফলে দক্ষিণবঙ্গে ফের বাড়তে পারে তাপমাত্রা। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে হতে পারে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত।

যদিও আজ শনিবার দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গ এর বিভিন্ন জেলার আবহাওয়া থাকবে শুষ্কই। আর আকাশও থাকবে পরিষ্কার। তবে তাপমাত্রা বাড়ায় তূলনামূলক কমতে পারে শীতের অনুভূতি। গত সপ্তাহের প্রায় শেষের দিকে তামিলনাড়ু উপকূলের উপর দিয়ে ধেয়ে যাওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ঢুকেছিল প্রচুর জলীয় বাস্প। যার প্রভাবে আবহাওয়া ছিল বেশ মেঘলা এবং এর জেরে বিভিন্ন জেলায় অল্প বিস্তর বৃষ্টিও হয়েছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে এই সপ্তাহান্তেও।

আবহাওয়া খবরে জানা গেছে যে, মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাওয়ার কথা। এর জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গ এর জেলাগুলিতে। আর এর ফলেই রবি ও সোম কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Advertisements

Leave a Reply