March 21, 2025

ভোটের মুখে ফের দরাজ হস্ত মমতার, ঘোষনা করলেন নতুন প্রকল্প আলোর দিশা—

0
Advertisements

HnExpress সুমন্ত দাস, কলকাতা ঃ বাংলায় তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে নানা রকম জনমুখী প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্ধোপাধ‍্যায়। যার মধ‍্যে বেশ কয়েকটি প্রকল্প আবার বিশ্বের দরবারেও প্রশংসিত হয়েছে। সম্প্রতি নবান্নে আবারও এক নতুন প্রকল্পের ঘোষনা করলেন তিনি। যার নাম দেওয়া হয়েছে আলোর দিশা। এই প্রকল্পের মাধ‍্যমে আগামী কয়েক বছরে প্রায় কুড়ি লক্ষ‍ বৃদ্ধ-বৃদ্ধা বিনামুল্যে ছানি অপরেশন করাতে পারবেন এবং সাথে বিনামুল্যে চশমাও পাবেন।

তাছাড়াও সমস্ত সরকারি বিদ‍্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের ক‍্যাম্পের মাধ‍্যমে বিনামুল্যে চক্ষু পরীক্ষা ও চশমা প্রদান করা হবে রাজ্য সরকার এর তরফ থেকে। আর এছাড়াও চক্ষু রোগের সাম্প্রতিক তথ‍্যের জন‍্য একটি ডিজিটাল তথ‍্য ভান্ডার গড়ে তোলা হবে বলে মুখ‍্যমন্ত্রী জানান। তিনি এদিন আরও বলেন, আগামী দিনে চক্ষু চিকিৎসায় বাংলাই অন‍্য রাজ‍্যকে পথ দেখাবে। ১১টি প্রকল্পের সমন্বয়ে গঠিত বঙ্গধ্বনী যাত্রা কর্মসূচির পরে এ এক নয়া প্রকল্পের সূচনা করলেন তিনি। যদিও বিরোধী মহল এটাকে ভোট ব্যাঙ্কের চাটুকারিতা বলেই আখ্যা দিচ্ছেন।

Advertisements

Leave a Reply