February 10, 2025

ভরদুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ঝা চকচকে পুর্ননির্মিত আবাসন, আতঙ্কিত এলাকাবাসী

0
Advertisements

HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, কলকাতা : হটাৎই এক ভয়ংকর বিপত্তি। গার্ডেনরীচের পর এবার যাদবপুরের বাঘাযতীনে হুড়মুড়িয়ে ভেঙে পরলো বহুতল আবাসন (Building Collapsed)। ভরদুপুর বেলা পৌরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে বাঘাযতীন এলাকার বিদ্যাসাগর কলোনির নীচের অংশ ভেঙে যায়। তারপরই তার পাশের আবাসনটিও মাটি ধ্বসে পাশের আরেকটি বাড়ির গায়ে হেলে পড়ে। ওই আবাসনটির একাংশ সম্পূর্ণ ভেঙে পড়েছে।

একেবারেই নতুন, মানে পুর্ননির্মিত একটি বহুতল আবাসন এই ভাবে কি করে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। হটাৎ এমন দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাদবপুরের বাঘাযতীন (Jadavpur, Baghajatin) এলাকার মানুষ। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন, তার মধ্যে ৩-৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরের এই ভয়ঙ্কর ঘটনায় একেবারে স্তব্ধ পুরকর্তারাও। 

সূত্রের খবর অনুযায়ী, ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন। তবে ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া সকলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। কী কারণে আবাসনটি ভেঙে পড়ল, তা খতিয়ে দেখচ্ছে পৌরসভা ও পুলিশ। ঘটনার আকস্মিকতায় ও ভয়াবহতায় রীতিমতো শিউরে উঠেছেন বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় একাধিক আবাসন নির্মীত হয়েছে প্ল্যান না করেই।

সেরকমই কোনও নির্মাণ নক্সা ছাড়াই এ বাড়ি তৈরি হয়েছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছেছেন এলাকার পৌরমাতা মিতালী বন্দ্যোপাধ্যায় (Mitali Banerjee)।কাউন্সিলরের বক্তব্য, পৌরসভার অনুমতি না নিয়েই বিল্ডিং উঁচু করার কাজ হচ্ছিল। তাহলে কি এখানেও ভিলেন সেই প্রোমোটার? অবৈধ নির্মাণই কি এই দুর্ঘটনার আসল কারণ, নাকি এর পিছনে রয়েছে কোনো ম্যান মেড পরিকল্পনা? সবটাই তদন্তে খতিয়ে দেখছে যাবদপুর থানার পুলিশ।

Advertisements

Leave a Reply