December 11, 2024

ছোটবেলার বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মুহূর্তে, হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী

0
Img 20190830 Wa0002.jpg
Advertisements

HnExpress জয় গুহ, কলকাতা ঃ প্রায় অনেকদিন হল স্বামীকে অন্যমনস্ক দেখাচ্ছিল, বারবার জিজ্ঞেস করাতেও উত্তর দিচ্ছিলেন না। একসময় তো স্ত্রীকে ছেড়ে আলাদা বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন দক্ষিণ ২৪ পরগনার অন্তর্গত পাঁটুলির বাসিন্দা ওই ব্যক্তি। কিন্তু স্বামীর উপর জোর খাটাতে পারেনননি স্ত্রীও। ফলে যেমন ইচ্ছে তেমনই করেন স্বামীও। পরে অবশ্য জানা যায় ছোটোবেলারই এক বান্ধবীর সঙ্গে বেশ ঘনিষ্ঠতা বেড়েছে স্বামীর। যদিও তাদেরকে রীীতিমতো হাতেনাতে ধরে ফেলেন তার স্ত্রী।।

আসামী শুভঙ্কর দে ও পাশে তার বান্ধবী শুভমিতা দে।

তাঁর সঙ্গেই নাকি পাঁটুলি এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে তিনি থাকতেও শুরু করেছেন। এতদিন ইচ্ছে থাকলেও কিছু বলতে পারেননি ওই মহিলা, এরপর হঠাৎ স্বামীর ওই বাড়িতে হাজির হন মহিলা। আর ঘনিষ্ঠ অবস্থায় ধরে ফেলেন স্বামী ও তাঁর ছোটোবেলার বান্ধবীকে। এমনকী আটকাতে গেলে উলটে স্ত্রীকেই স্বামী মারধর করে বলে অভিযোগ। যদিও আজকের সমাজ ব্যবস্থা বলছে যে, এখন নাকি পরকীয়া মোটেও অপরাধ নয়।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৮২৪০৯০২৪৪৫।

বছর ছয়েক আগে শোভাবাজারের বাসিন্দা শুভঙ্কর দের সঙ্গে বিয়ে হয় গড়িয়ার বাসিন্দা মিঠুর, তাঁদের এক ছেলেও রয়েছে। মিঠুর বয়ান অনুযায়ী, শেষ তিন মাস ধরে শুভঙ্কর তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখছিলেন না। মিঠু তখন প্রতিবেশী ও বন্ধুবান্ধবের থেকে খোঁজ নিয়ে জানতে পারেন, শুভঙ্কর পাটুলিতে অন্য এক তরুণীর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকছেন। ওই তরুণীর নাম শুভমিতা দে। পরে মিঠুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে ও শুভঙ্কর এবং শুভমিতা৬কে পুলিশের হাতে তুলে দেয়।

Advertisements

Leave a Reply