BREAKING দোলতলায় L238 বাসের সাথে Hydra ক্রেনের ভয়াবহ সংঘর্ষ, গুরুতর আহত ৩

HnExpress নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম ঃ এদিন বিকাল নাগাদ মধ্যমগ্রামের দোলতলা (Doltala, Madhyamgram) পুলিশ লাইনের কাছ থেকে রাস্তায় নামার মূহূর্তে আচমকা একটি হাইড্রা ক্রেন (Hydra crane) এসে সরাসরি সজোরে চলন্ত L238 বাসে ধাক্কা মারে। বাসের বামদিকের অংশ দুমড়েমুচড়ে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাসের সামনের দিকে যে সব যাত্রীরা ছিলেন, তাঁরাই সবথেকে বেশি চোট পেয়েছেন বলে সুত্রের খবর। আচমকাই হেলে পড়া বাসের জোর ঝাকুনিতে পিছনের দিকেও কিছু মানুষ কমবেশি আঘাত পেয়েছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পরে যায় এলাকায়। উদ্ধার কাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। মারাত্মক ভাবে গুরুতর আহত হয়েছেন L238 বাসের তিন যাত্রী। তাদের সকলকেই উদ্ধার করে কাছের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এই তিনজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আর বাকিদের চোট গুরুতর না হওয়ায় প্রথামিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। ইতিমধ্যেই হাইড্রার চালককে গ্রেফতার করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। অন্যদিকে সংঘর্ষের সময় L238 বাসের পিছনের কন্ডাকটর লাফ দিয়ে পালিয়ে যায় আহতদের পাশে না দাঁড়িয়ে, এমনটাই দাবি বাসেরই এক আহত যাত্রীর।