December 13, 2024

জোরপূর্বক অন্যের জমিতে মাটি কাটার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে

0
Img 20220201 Wa0001.jpg
Advertisements


HnExpress বিশ্বজিৎ মন্ডল, মালদা ঃ ১০০ দিন প্রকল্পে মাটি কাটা কাজ নির্ধারিত জমিতে না করে অন্যের জমিতে জোরপূর্বক করা হচ্ছে বলে উঠলো অভিযোগ। এমনকি ওই জমিতে কোর্টের Injection’কে উপেক্ষা করে গায়ের জোরে মাটি কাটানোর অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর ২নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মর্জিনা খাতুনের স্বামী সুলতান আলীর বিরুদ্ধে। কাজে বাধা দিতে গেলে দেওয়া হচ্ছে হুমকিও।

তাঁরা বেআইনি ভাবে মাটি কেটে টাকা আত্মসাৎ করছেন। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত সুলতান আলী। পঞ্চায়েত সূত্রে জানা যায় যে, দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম এলাকায় ১০০ দিন প্রকল্পে মাটি কাটার কাজের জন্য ১ লক্ষ ৮৪ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু অভিযুক্ত সুলতান আলি জানান এই সমস্ত অভিযোগ একেবারেই ভিত্তিহীন।



সরকারি প্রকল্পের সমস্ত কাজ আইন মেনেই করা হচ্ছে। সুপারভাইজারের মাধ্যমে এই মাটি কাটার কাজ চলছে। ওই ব্যক্তি মাটি কাটার জন্য তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেছিল বলে পাল্টা অভিযোগ সুলতান আলির। সে সেই টাকা দিতে অস্বীকার করায় এই ধরণের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছে বলে জানান তিনি। তাছাড়া ওই জমি সোহরাব আলী বলে এক ব্যক্তির। তাঁর কাছ থেকে অনুমতি নিয়েই এই মাটি কাটা হচ্ছে।

Advertisements

Leave a Reply