June 15, 2025

পনের দাবিতে বধূ নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায় গ্রেফতার স্বামী, শাশুড়ী ও ননদ

0
Advertisements

HnExpress অরূপ অধিকারী, বাগদা ঃ পনের দাবিতে গৃহবধুকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার দায়ে গ্রেফতার স্বামী, শাশুড়ী ও ননদ। মৃত মেয়ের মায়ের অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, অভিযুক্ত ধৃতদের নাম স্বামী রাজু মল্লিক, শাশুড়ি সুমিত্রা মল্লিক ও ননদ শেফালী গোলদার।

স্থানীয় সূত্রের খবর, নদীয়ার ধানতলা রিয়া রায়ের তিন বছর আগে বিয়ে হয় বাগদার কুমোরখোলার বাসিন্দা রাজু মল্লিকের সঙ্গে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই পনের দাবিতে গৃহবধূকে মানসিক এবং শারীরিক অত্যাচার করত তাঁর স্বামী, শাশুড়ী ও ননদ। দিনের পর দিন এই অত্যাচার সহ্য করতে না পেরে গতকাল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রিয়া, প্রাথমিক তদন্তে এমনটাই অনুমান পুলিশের।

মৃতার পরিবারের দাবি, দিনের পর দিন শ্বশুরবাড়ির নির্যাতন ও অত্যাচার সহ্য করতে না পেরেই অবশেষে মৃত্যুর পথ বেছে নিয়েছে সে। আর রিয়ার মায়ের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত তিন জনকেই গ্রেফতার করে পুলিশ। আজ তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়ে ছিল বাগদা থানার পুলিশ।

Advertisements

Leave a Reply