December 14, 2024

কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের বাইরে চলছে পুরুষ স্বাস্থ্যকর্মীদের অনশন কর্মসূচি

0
Img 20200220 Wa0004.jpg
Advertisements

HnExpress ২০শে ফেব্রুয়ারী, সৌভিক সিংহ রায়, কোচবিহার ঃ কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের বাইরে একটানা চলছে পুরুষ স্বাস্থ্যকর্মীদের অনশন কর্মসূচি। গত দুইদিন থেকে কোচবিহার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের বাইরে প্রায় ৪০জন স্বাস্থ্যকর্মীরা মিলে স্থায়ী চাকরির দাবিতে শুরু করেছেন এই অনশন ধর্মঘট।

এই স্বাস্থ্য কর্মীদের দাবি যে, তাদের অনেক দিন থেকে স্থায়ী চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু এখনো এই ব্যাপারে কোন সদর্থক পদক্ষেপ নেয়নি প্রশাসন। আর এই জন্যই তারা অনিশ্চিতকালীন অনশনে বসতে বাধ্য হয়েছেন।

এই অনশনকারীদের বক্তব্য অনুযায়ী যদি তাদের দাবি পূরণ করা না হয় তাহলে তারা আমরণ অনশনেও যেতে প্রস্তুত রয়েছেন। এদিকে জানা গেছে যে, স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছেন, তবুও এই প্রতিবাদ অনশনের ব্যাপারে অনড় অবিচল এই স্বাস্থ্যকর্মীরা। তাদের ন্যায্য পাওনা ফিরিয়ে দিতে হবে।

 

Advertisements

Leave a Reply