June 15, 2025

ধর্মতলায় ধুন্ধুমার, আইন অমান্য কর্মসূচিতে গ্রেপ্তার শতাধিক বাম কংগ্রেস মহিলা কর্মী-সমর্থক

0
Advertisements

Hnexpress সুমন্ত দাস, কলকাতা ঃ বেশ কয়েক দফার দাবী নিয়ে আজ কলকাতার ধর্মতলার পৌরনিগম ভবনের ঠিক সামনেই বাম-কংগ্রেসের মহিলা সংগঠন এক আইন অমান‍্য কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে মূলত বাম ও কংগ্রেসের মহিলা নেতৃত্বরাই উপস্থিত ছিলেন। সকাল থেকে সভাস্থলে কলকাতা পুলিশের বিরাট বাহিনী উপস্থিত ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই আইন অমান‍্য কর্মসূচিতে উত্তাপ বাড়তে থাকে।

আজ দুপুরের পর থেকেই পুলিশের সাথে বিক্ষোভকারীদের তুমুল বচসা শুরু হয়, পরে তা ধস্তাধস্তিতে পরিনত হয়। আর এই সময় কিছু বিক্ষোভকারী পুলিশের ব‍্যারিকেড ভাঙার চেষ্টা করায় মূহুর্তের মধ‍্যে এলাকা জুড়ে তা রণক্ষেত্রে পরিনত হয়। সুত্রের খবর অনুযায়ী জানা গেছে, এদিন সভাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায়।

তবে অন্যদিকে কিন্তু বাম-কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এদিন সভাস্থলে পর্যাপ্ত মহিলা পুলিশ মোতায়েন ছিল না। আর এর ফলেই তাদের সাথে পুরুষ পুলিশকর্মীরা খারাপ ব‍্যবহার করার সুযোগ পান। তবে এত সব অভিযোগ মানতে নারাজ লালবাজার।

Advertisements

Leave a Reply