এসটিএফ-এর হানায় কলকাতায় বাজেয়াপ্ত বিপুল পরিমাণ টাকা
HnExpress ২১শে অক্টোবর, নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ বিশ্বস্ত সূত্রের খবরের ভিত্তিতে গত সোমবার পার্ক স্ট্রিট থানা এলাকায় এলিয়ট রোডের বাসিন্দা মহম্মদ ইমরান নামে এক ব্যক্তির বাড়িতে যৌথভাবে হানা দেয় কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং পার্ক স্ট্রিট থানার কিছু আধিকারিকদের নিয়ে গঠিত একটি দল। এদিন এসটিএফ-এর হানায় বাজেয়াপ্ত করা হয় বিপুল পরিমাণ টাকা ও অন্যান্য দামী বহু সামগ্রী।
পুলিশ সুত্রের খবর, এদিন এই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ১ কোটি ৬২ লক্ষ ভারতীয় টাকা, সেই সঙ্গে কিছু সোনার গয়না, দুটি ল্যাপটপ, এবং দুটি স্মার্টফোন। ইমরান সে সময় বাড়িতে উপস্থিত না থাকায় এই বিপুল পরিমাণ টাকা এবং অন্যান্য সব মূল্যবান জিনিসপত্র কোথা থেকে কিভাবে এলো, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তাঁর পরিবারের সদস্যরা।
উদ্ধার করা সমস্ত টাকা এবং অন্যান্য জিনিস গুলো বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেই মর্মে তদন্তের স্বার্থে একটি মামলা দায়ের করা হয়েছে পার্ক স্ট্রিট থানায়। চলছে নিখোঁজ অভিযুক্তের খোঁজ।
তথ্যসূত্র ও চিত্র ঃ কলকাতা পুলিশ।