বিজেপির লালবাজার অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত উত্তর কলকাতা
HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, কলকাতা ঃ গতকাল উত্তর কলকাতায় বিজেপির মিছিল ‘লালবাজার অভিযান’কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সেন্ট্রাল এলাকা জুরে। উগ্র জাতীয়তাবাদী বিজেপির নেতা রাজু বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে লালবাজার অভিযানের উদ্দেশ্যে সেন্ট্রাল মেট্রো স্টেশনের চত্বর জুরে অবস্থান বিক্ষোভ করা হয়। যার জেরে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে কার্যত উগ্র মানসিকতার বিজেপি নেতা, কর্মী-সমর্থকদের কিছুটা প্রতিহত করতেই লালবাজার পুলিশ ফোর্সের তরফে জামিন, কাঁদানে গ্যাস এসবের ব্যবস্থা রাখা হয়।
এদিনের লালবাজার অভিযান মিছিলে উপস্থিত ছিলেন ছিলেন বিজেপির নেতা কৈলাশ বিজয়বর্গীয়, মুকুল রায়, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জ্জী, অর্জুন সিং, প্রতাপ ব্যানার্জ্জী, জয়প্রকাশ মজুমদার সহ আরও অসংখ্য কর্মী-সমর্থকেরা। সুত্রের খবর, গতকাল দুপুরে বিজেপির বিশাল দলীয় মিছিল বিবি গাঙ্গুলী স্ট্রিট হয়ে লালবাজারের দিকে এগিয়ে যাওয়ার মাঝ পথেই পুলিশের দ্বারা বাধা প্রাপ্ত হয়।
ফলে সেণ্ট্রাল আর বিবি গাঙ্গুলী স্ট্রিট এর মাঝামাঝি জায়গায় তারা অবস্থান বিক্ষোভে বসে। তবে তা এক জায়গায় বেশিক্ষণ স্থায়ী হয়ে না। পরে তারা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বলপূর্বক তাদের মিছিলটি লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতবড় একটি মিছিলকে নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেয়ে যায় পুলিশ ফোর্স, ফলে তারা বাধ্য হয়ে জলকামান থেকে হোসপাইপের মাধ্যমে জল ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
তবে তাতেও বিশেষ কাজ না হওয়ায় খানিকটা বাধ্য হয়েই হটাৎই বিনা প্ররোচনায় কাঁদানে গ্যাসের সেল ছুড়তে থাকে পুলিশ। আর সেই কাঁদানো গ্যাসের জ্বালায় মুহুর্তের মধ্যে গোটা সেন্ট্রাল এলাকা যেন খন্ডযুদ্ধে পরিনত হয়। তবে কাঁদানো গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন মিছিলে আসা বিজেপির বহু নেতা ও কর্মী- সসমর্থকেরা। সুত্রের খবর, জলকামান, কাঁদানে গ্যাস এর পাশাপাশি নাকি লাঠি চার্জও করেছে পুলিশ। এদিন এই মিছিলের নামে সন্ত্রাস ছাড়ানোর ঘটনায় পুলিশ প্রায় ৫০ জন বিজেপির কর্মী সমর্থকদের গ্রেফতার করে।
ছবি ও তথ্যসূত্র ঃ রাজা মল্লিক।