December 11, 2024

অর্ধনগ্ন ও গলাকাটা যুবতীর লাশ উদ্ধার

0
Img 20190907 161619.jpg
Advertisements

HnExpress পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর ঃ গঙ্গারামপুর থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর অঞ্চলের বুড়িতলায় আজ সকালে গলাকাটা এক যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে, এলাকার বাসিন্দা দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। গলাকাটা যুবতীর মৃতদেহটি উদ্ধারের পর থেকেই এলাকার মানুষ জন ভীষণ আতঙ্কিত হয়ে পরেছেন।

তবে এই দৃশ্য প্রথমে বাসিন্দাদের নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা যুবতীর লাশ টিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মূলত ধর্ষণ করেই খুন করা হয়েছে মেয়েটিকে।

যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ঃ ৮২৪০৯০২৪৪৫।

কিন্তু কে বা কারা মেয়েটিকে এমন নৃশংসভাবে খুন করলো, আর কেনইবা করল তা এখনও পরিষ্কার নয়! এই রহমর্ষক হত্যাকান্ডের কুলকিনারা খুঁজতে ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ। যদিও ওই অজ্ঞাত পরিচয়ের মেয়েটিরও সঠিক পরিচয় এখনো অবধি জানা যায়নি।

Advertisements

Leave a Reply