December 13, 2024

গোবরডাঙা পৌরসভার পৌর প্রধান সুভাষ দত্ত আক্রান্ত হলেন করোনা ভাইরাসে

0
Img 20200926 Wa0015.jpg
Advertisements

HnExpress ২২শে সেপ্টেম্বর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা ঃ মারনব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত গোবরডাঙা পৌরসভার প্রশাসনিক বোর্ডের পৌরপ্রধান সুভাষ দত্ত। থুতু পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে তাঁর কোনরকম শারীরিক উপসর্গই দেখা যায়নি বলে সুত্রের খবর। আপাতত তাঁকে হোম আইসোলেশনেই রাখা হয়েছে।

এদিকে পৌরসভা সুত্রে জানা গেছে যে, তিনি করোনায় আক্রান্ত হওয়ায় আগামী বেশ কয়েকদিন গোবরডাঙা পৌরসভায় শুধুমাত্র জরুরি পরিষেবাই চালু থাকবে। সম্প্রতি গোবরডাঙা পুরসভার এক অ্যাম্বুল্যান্স চালকও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপরেই পুরবোর্ডের পৌরপ্রধান সহ পৌরসভার একাধিক আধিকারিককে ও কর্মীদের করোনা পরীক্ষা করানো হয়। আর তাতেই সুভাষবাবুর করোনা আক্রান্তের বিষয়টা ধরা পড়ে।

Advertisements

Leave a Reply