স্বামী ও সন্তানের সামনে গণধর্ষণ, যাবজ্জীবন কারাদণ্ড ৩ অভিযুক্তের

HnExpress নিজস্ব প্রতিনিধি, বজবজ : ২০১৭ সালের ৩০ জানুয়ারি। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় একটা। রাতের অন্ধকারে এক গৃহস্থ পরিবারের দরজা ভেঙে ঢুকে পড়ে কিছু দুষ্কৃতী। বজবজ থানার (Budge Budge Police Station) অন্তর্গত বিশুখারা গ্রামের সেই ছাপোষা পরিবারে চূড়ান্ত বিপর্যয় নেমে এসেছিল সেই অভিশপ্ত রাতে। টাকা-পয়সা, সোনা-দানা লুট করেও যখন নরপিশাচদের সাধ মেটেনি, তখন তাদের পাশবিক কামনা লালসার শিকার হয়েছিলেন এক অসহায় গৃহবধূ, তাঁর স্বামী ও সন্তানের সামনে।

পরিবারের পক্ষ থেকে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করা হয়, বজবজ (Budge Budge) থানার তৎকালীন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর ধীমান বৈরাগীর নেতৃত্বে শুরু হয় সত্যান্বেষণ। জেলা পুলিশের পুঙ্খানুপুঙ্খ তদন্ত, গোপন সূত্র, সঠিক প্রমাণ সংগ্রহ এবং আইনি লড়াইয়ের অনেকটা পথ পেরিয়ে অবশেষে আটক করা হয় তিন জন অভিযুক্তকে। পরবর্তীতে অ্যারেস্ট হয় দলের মূল পান্ডা ধনু শেখ ও আরও একজন সন্দেহভাজন।

TI Parade -এর মাধ্যমে দোষীদের শনাক্ত করে চার্জশিট দাখিল করা হয় পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে। মামলা চলাকালীনই জেলে মৃত্যু হয় অন্যতম আসামি ইমাম শেখের। অপর এক সন্দেহভাজন ইব্রাহিম শেখ উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে খালাস পায়। কিন্তু বাকি তিনজন? শেখ রমজান (৪৭), আব্দুল হামিদ মোল্লা (২৭) এবং ধনু শেখ (৪৫) – এই তিন নরপিশাচদের ধর্ষণ ও ডাকাতির অপরাধে সম্প্রতি আদালত যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করেন।

News Source n Picture : Police File.