বারাসাত নারায়াণার দশ বর্ষপূর্তি উপলক্ষে নি:শুল্ক স্বাস্থ্য পরিষেবা ও নেবারহুড ক্রিকেট টুর্নামেন্ট
নি:শুল্ক স্বাস্থ্য পরিষেবা ও নেবারহুড ক্রিকেট টুর্নামেন্ট সহযোগে ১০ বছরপুর্তি উদযাপন বারাসাত নারায়াণা হাসপাতালে।
HnExpress ইন্দ্রানী সেনগুপ্ত, বারাসাত : ৩রা মার্চ রবিবার নারায়াণা হাসপাতালের (Narayana Hospital) বারাসাত ইউনিটের ১০ বছরপুর্তি উপলক্ষে হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যাগে নি:শুল্ক প্রিভেন্টিভ হেল্থ চেক আপ (Preventive Health Check up) বিষয়ক অনুষ্ঠান এবং দুদিন ব্যাপি একটি ক্রিকেট টুর্নামেন্টের (Cricket tournament) আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। যেখানে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি মনোরঞ্জনমূলক (Entertainment) খেলার মধ্য দিয়েই বর্ষপূর্তির দিনটি সারম্বরে উদযাপন করা হয়।
উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত বারাসাতের (Barasat) কেন্দ্রস্থলে অবস্থিত অত্যাধুনিক যন্ত্রপাতি সহ গুনগতমানসম্পন্ন স্বাস্থ্যসেবার আরেক নাম নারায়াণা হাসপাতাল (Narayana Hospital)। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে বারাসাতের বুকে নারায়াণা হাসপাতালটি অত্যাধুনিক পরিষেবা (Service) প্রদানের মধ্য দিয়ে তাদের শুভ যাত্রার সূচনা করে ছিল৷
তারপর গত প্রায় এক দশক ধরে নারায়াণা হাসপাতালের (Narayana Hospital) বারাসাত ইউনিট এই অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কিত পরিষেবায় যে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে তা বলাই বাহুল্য। এখানে ক্যাথ ল্যাব, কার্ডিয়াক সার্জারি এবং মিনিম্যালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (MICS) এবং TAVI-এর মতো উদ্ভাবনী চিকিৎসার সুবিধাগুলি রয়েছে। চিকিৎসার নানান অগ্রগতিতে নারায়াণা হাসপাতালও (Narayana Hospital) অগ্রণী ভূমিকা পালন করে চলেছে।
রোগীদের সামগ্রিক যত্নের প্রতিশ্রুতি সহ নারায়াণা হাসপাতাল (Narayana Hospital) তাদের অসংখ্য সাফল্যের জন্যও বহুলচর্তিত। রোগীদের দ্রুত সুস্থ করে তাদের আবার স্বাভাবিক জীবনের ছন্দে ফিরে যাওয়ার এমন অনেক নজির সৃষ্টি করেছে তারা। জরুরী (Emergency), ট্রমা (Trauma) এবং ক্রিটিক্যাল কেয়ার (Critical Care) সহ হাসপাতালের বহু-বিভাগীয় পদ্ধতি অগণিত জীবন বাঁচাতে সহায়ক হয়েছে।
আর সেই রোগী কেন্দ্রিক যত্নের এক দশক পূর্তি উপলক্ষে একটি বিশেষ আয়োজনে নারায়াণা হাসপাতাল (Narayana Hospital), তাদের ওপিডিতে একটি “ফ্রি হেলথ চেকআপ প্রোগ্রাম” এর ব্যবস্থা করে। যেখানে ১৫০টিরও বেশি ব্যক্তিকে সিবিসি, আরএফটি, লিভার ফাংশন টেস্ট, চেস্ট এক্স-রে, ইসিজি, এইচবিএ১সি এবং পিএসএ সহ বিস্তৃত পরীক্ষাগুলির পরিষেবা প্রদান করা। যার পাশাপাশি বিশেষজ্ঞের দ্বারা প্রাথমিক পরামর্শও (Consulting) প্রদান করা হয়৷
অন্যদিকে এদিনের উদযাপন ঘিরে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা এক অন্যন্যমাত্রা যোগ করে। হাসপাতাল কর্তৃপক্ষ এই মর্মে দুদিন ব্যাপী “নেবারহুড প্রিমিয়ার লীগ (Neighbourhood Premier League)” ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। যেখানে আঞ্চলিক হাউজিং সোসাইটি এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের হয়ে প্রতিনিধিত্বকারী বারোটি স্থানীয় দল মাঠে তাদের বন্ধুত্বপুর্ণ প্রতিভা প্রদর্শন করে।
প্রথমদিন খেলার শুরুতেই টুর্নামেন্টের (Tournament) উদ্বোধন করেন সম্মানিত ফাদার অফ লেডি অফ লর্ডেস চার্চ। সমগ্র ম্যাচটি পরিচালনা করেন সিএবি (CAB) নির্বাচিত আম্পায়াররা। রবিবার তার অন্তিম দিন ছিল। টুর্নামেন্ট শেষে পুরস্কার স্বরূপ বিজয়ী দল গুরুনানক ইনস্টিটিউট অফ টেকনোলজি (GNIT) এবং
বিজেতা দল মাগনোলিয়া সিটি আরডাব্লিউএ বারাসাতকে (MCRWAB) মেডেল ও ট্রফি প্রদান করা হয়। বারাসাত নারায়াণা হাসপাতাল (Narayana Hospital) সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে সাধারণ মানুষের সুস্বাস্থ্য এবং সুস্থতার লক্ষ্যে আজীবন বদ্ধপরিকর বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ।