বারাসাতের নারায়ণা হাসপাতালের ১১তম বার্ষিকী উপলক্ষে পালিত হলো বিনামূল্যে ইসিজি ও চিকিৎসকের পরামর্শ প্রদান অনুষ্ঠান


HnExpress ১৫ই মার্চ নিজস্ব প্রতিনিধি, বারাসাত : বারাসাতের নারায়ণা হাসপাতাল (Narayana Hospital, Barasat) তাঁদের ১১তম বার্ষিকী উপলক্ষে ৩রা মার্চ থেকে ৮ই মার্চ পর্যন্ত সকলের জন্য বিনামূল্যে ইসিজি এবং ডাক্তার পরামর্শ প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছিল। “আপনার হৃদয়ের কথা শুনুন” (Listen to your heart) নামাঙ্কিত এই উদ্যোগের লক্ষ্য ছিল হৃদরোগ প্রতিরোধ এবং প্রাথমিক রোগ নির্ণয়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
একটি শীর্ষস্থানীয় স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠান হিসেবে নারায়ণা হাসপাতাল (Narayana Hospital) গত এক দশকেরও বেশী সময় ধরে উন্নত এবং সহানুভূতিশীল চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। এরই পাশাপাশি অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা কাঠামো এবং ডাক্তারদের একটি বিশেষজ্ঞ দল সহ এই হাসপাতাল প্রতি নিয়ত সাশ্রয়ী এবং সহজলভ্য স্বাস্থ্য পরিষেবার (Health Service) পথেও এগিয়ে চলেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এদিন বিপুল সংখ্যক মানুষ এই উদ্যোগে সাড়া দিয়েছেন। অনেকেই বিনামূল্যে ইসিজি (ECG) এবং ডাক্তারী পরামর্শ (Medical advice) থেকে উপকৃতও হয়েছেন। এই প্রাথমিক স্ক্রিনিং সম্ভাব্য হৃদরোগের ঝুঁকি সনাক্ত করতে যথেষ্ট সাহায্য করেছে, যা সময়োপযোগী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ সম্ভব করে তুলেছে। আর তাদের সেই ইতিবাচক প্রতিক্রিয়া নারায়ণা হাসপাতালকে ভবিষ্যতে একই ধরণের নানা স্বাস্থ্য সচেতনতামূলক (Health Conscious) কর্মসূচির আয়োজন চালিয়ে যেতে উৎসাহিত প্রদান করেছে।
নারায়ণা হেল্থের (Narayana Health) গ্রুপ সিওও আর ভেঙ্কটেশ (R Venkatesh) হাসপাতালের সাফল্যের জন্য এদিন গর্ব প্রকাশ করে বলেন যে, “নারায়ণা হাসপাতালের ১১তম বার্ষিকী উচ্চমানের এবং সাশ্রয়ী স্বাস্থ্য পরিষেবা প্রদান আমাদের জনগণের সেবায় ব্রতী হওয়ার অটল প্রতিশ্রুতির প্রতিফলন। হৃদরোগের চিকিৎসা এবং অন্যান্য বহু স্পেশালিটি চিকিৎসার ক্ষেত্রে ১১ বছরেরও বেশি সময় ধরে আমরা সকলের জন্য এই স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য (Affordable) করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই উদ্যোগের মাধ্যমে, আমরা মানুষকে হৃদরোগের স্বাস্থ্য পর্যবেক্ষণে সক্রিয় পদক্ষেপ নিতে উৎসাহিত করায় আশাবাদী।”
প্রাথমিক রোগ নির্ণয়ের গুরুত্বের উপর জোর দিয়ে, বারাসাতের নারায়ণা হাসপাতালের ফেসিলিটি ডিরেক্টর শুভাশিস ভট্টাচার্য (Subhasish Bhattacharya, Facility Director) বলেন, “হার্টের রোগ প্রায়শই নীরব ঘাতক। অনেক মানুষ ভীষণ দেরি না হওয়া পর্যন্ত লক্ষণগুলি ঠিক চিনতে পারে না। তাই নিয়মিত স্ক্রিনিং এবং প্রাথমিক রোগ নির্ণয় অনেক জীবন বাঁচাতে পারে। আমাদের উদ্যোগটি মানুষকে মূলত তাদের সেই হৃদরোগের স্বাস্থ্যকে (Healthy Heart) গুরুত্ব দিতে এবং সময়মত চিকিৎসার সহায়তা নিতে উৎসাহিত করার জন্যই পরিকল্পনা করা হয়েছিল। আর তাতে আমরা অনেকটাই সফলতা অর্জন করতে পেরেছি।”