December 14, 2024

কলকাতা প্রেসক্লাবের উদ্যোগে পালিত হলো বন মহোৎসব, বৃক্ষ রোপণ, অরণ্য সপ্তাহ পালন এবং চারাগাছ বিতরণ

0
1626710777518.jpg
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ কলকাতা প্রেসক্লাবের উদ্যোগে ও পশ্চিমবঙ্গ বন দপ্তরের সহযোগিতায় পালিত হলো বন মহোৎসব, বৃক্ষ রোপণ, অরণ্য সপ্তাহ পালন এবং চারাগাছ বিতরণ। প্রতি বছরের ন্যায় এ বছরও প্রেস ক্লাব, কলকাতার উদ্যোগে অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৩ টেয় ক্লাব প্রাঙ্গণে বন মহোৎসবে মাধ্যমে বৃক্ষ রোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক, সহ সম্পাদক নিতাই হালদার সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এদিন বৃক্ষরোপণের পাশাপাশি চারাগাছ বিতরনও করা হয়। রাজ্যের বন দপ্তরের পক্ষ থেকে উপস্থিত প্রেসক্লাবের সদস্যদের ২টি করে চারাগাছ উপহার দেওয়া হয়।

Advertisements

Leave a Reply