খাদ্য দপ্তরের শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, কিন্তু কি ভাবে করবেন আবেদন? জেনে নিন লিংক ক্লিক করে—
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ খাদ্য দপ্তরের একাধিক শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। বেশকিছু শূন্যপদ পূরণ করবে খাদ্য দফতর। কিন্তু কি ভাবে এই চাকরির আবেদন করবেন? তার বিস্তারিত তথ্য জেনে নিন এক ঝলকে—
খাদ্য দফতরের টেকনিকাল সাপোর্টে পার্সোনাল পদে বেশকিছু ফাঁকা পদ রয়েছে। যাঁরা এই পদের জন্য আবেদন করবেন তাঁদের MSC, BE বা BETECH বা MSC এবং IT বা Computer Science এ first class ডিগ্রি থাকাটা নিতান্তই আবশ্যক। এছাড়াও আবেদনকারীদেরকে Deta analytics, UI Researcher, UI Desinger, Database Management, MIS ও Report, Network administration, Networking এবং Software Devoloper হিসেবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
খাদ্য দপ্তর সুত্রের খবর, এই পদের জন্য আবেদন জমা করার শেষ তারিখ হলো আগামী ৫ই জানুয়ারী, ২০২২। তার আগেই রাজ্য খাদ্য দফতরের নিম্নলিখিত অফিসিয়াল ওয়েবসাইটে https://food.wb.gov.in গিয়ে এই আবেদন ফর্মটি ফিলাপ করতে হবে। এই পদে মোট শূন্যপদ মাত্র ২১টি। নূন্যতম ১৮ থেকে অনূর্ধ্ব ৪০ বছর বয়সি চাকরিপ্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদের জন্য মাসিক বেতন ধার্য্য করা হয়েছে ৪০ হাজার টাকা। আবেদনকারীদের লিখিত পরীক্ষা দিতে হবে। তাতে পাশ করলে তবেই হবে চাকরির ফাইনাল ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট ও পরিশেষে কোভিড টেস্ট। এ সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেই কাজ এর অভিজ্ঞতার নিরিখে মনোনীত করা হবে চাকরীর প্রার্থীকে।