টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের উপস্থাপনায় প্রথম সমাবর্তন অনুষ্ঠান
HnExpress নিজস্ব প্রতিনিধি, নিউটাউন ঃ আরও একধাপ উৎকর্ষের পথে এগিয়ে গেল টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে তাদের প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী, উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহ, ভারতসেবাশ্রমের মহারাজ শ্রীমত স্বামী বিশ্বাত্মানন্দ প্রমুখ।
এছাড়াও এদিন বিশ্ববিদ্যালয়ের তরফে উপস্থিত ছিলেন আচার্য অধ্যাপক গৌতম রায় চৌধুরী, সহ আচার্য মানসী রায় চৌধুরী, উপাচার্য ডঃ গৌতম সেনগুপ্ত, অধ্যাপক সুজয় বিশ্বাস সহ বিশিষ্ট মানুষজন। রবীন্দ্রনাথের বিশ্বভারতীর পর টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু বাঙালি উদ্যোগপতিদের কাছে এক নিদর্শন হয়ে আছে। সেই উজ্জ্বল নিদর্শনের স্বাক্ষর বহন করছে বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র ছাত্রীরা।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
১৫ই জুন তাদের সেই কৃতীত্বের সম্মান প্রদান করা হল এই সমাবর্তন অনুষ্ঠানে। আচার্য গৌতম সেনগুপ্ত জানান, মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু হয়েছিল টেকনো ইন্ডিয়ার যাত্রাপথ, আজ যা মহীরুয়ে পরিনত হয়েছে। তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেশ বিদেশে নিজের এবং দেশ ও তাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে সেই বিষয়ে নিশ্চিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে প্রতিষ্ঠান এর ছাত্রীরা। এরপর বৈদ্যুতিক প্রদীপের সুইচ জ্বালিয়ে শুভ সূচনা করেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। এদিন তারা শিক্ষার অগ্রগতির লক্ষ্যে ভারত সেবাশ্রম সংঘের সাথে এক মউ স্বাক্ষর করে। অন্যদিকে নিজেদের কৃতিত্বের সম্মান পেয়ে স্বভাবতই আপ্লুত কৃতি ছাত্র ছাত্রীরা। তবে বাংলার শিক্ষা ক্ষেত্রে যে টেকনো ইন্ডিয়া এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
ছবি সৌজন্যে ঃ ইন্দ্রাণী সেনগুপ্ত।