ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিম তনয়া শাব্বা’র
HnExpress নিজস্ব প্রতিনিধি, কলকাতা ঃ ববি হাকিমের সুযোগ্যা কন্যা, পেশায় চিকিৎসক শাব্বা হাকিম এদিন সোশ্যাল মিডিয়াতে একটি ব্যাক্তিগত পোস্ট করে তীব্র ধিক্কার জানালেন সম্প্রতি ডাক্তারদের উপর হওয়া হামলার প্রতিবাদে। তবে তিনি শুধু এখানেই থেমে থাকলেন না, ফেসবুকে পোস্ট করা তাঁর লেখার নিচেই একদম শেষ লাইনে বেশ স্পষ্ট ভাষায় লিখলেন “আমি একজন তৃনমুল সমর্থক হিসেবে আমাদের রাজ্যের নেতাদের এহেন নিষ্ক্রিয়তা ও নীরবতায় আমি গভীর ভাবে শোকাহত এবং লজ্জিত”। গতকাল রাত প্রায় ১১টা ২৮ মিনিট নাগাদ শাব্বা হাকিম নিজের ফেসবুকের টাইমলাইনে এই পোস্টটি করেন।
সেখানে প্রথমেই তিনি লিখেছেন— “এই পোস্ট টি তাঁদের জন্য, যাঁরা জানেন না যে সরকারি হাসপাতাল গুলোতে এবং বেশির ভাগ বেসরকারি হাসপাতালে ডাক্তাররা বহির্বিভাগ বয়কট করলেও জরুরি বিভাগে এখনো কাজ করছেন। শাব্বা আরও লিখেছেন যে, ‘‘অন্যান্য পেশার মতো আমরা কাজ না করার সিদ্ধান্ত নিয়েই খালাস হতে পারি না, কারণ আমাদের ভিতরেও মানবিকতা রয়েছে। যদি একটা বাস বা ট্যাক্সি ধর্মঘট হত, তা পরিস্থিতি যত খারাপই হোক না কেন, এক জন ট্যাক্সিচালক বা বাসচালকও আপনাকে পরিষেবা দিত না।’’
লেখার মধ্যমে তিনি তাঁর বক্তব্যে জানান ‘‘যাঁরা প্রশ্ন তুলছেন, অন্য রোগীদের কী দোষ, তাঁরা দয়া করে এই রাজ্য সরকারকে প্রশ্নটা করুন, সরকারি হাসপাতালে মোয়াতেন থাকা পুলিশ অফিসাররা ডাক্তারদের রক্ষা করার জন্য কিছুই করেন না কেন? দয়া করে তাঁদের প্রশ্ন করুন যে, যখন দুটো ট্রাকে বোঝাই হয়ে গুন্ডারা এল, তখন অবিলম্বে আরও বাহিনী পাঠানো হল না কেন?’’ এদিন প্রতিবাদের ভাষায় লিখতে গিয়ে ‘বিশেষ দ্রষ্টব্য’ হিসেবে ওই লাইনটিকে উল্লেখ করেছেন শাব্বা। তারপর লিখেছেন, ‘‘আমাদের নেতাদের নিষ্ক্রিয়তা এবং নীরবতায় একজন তৃণমূল সমর্থক হিসেবে আমি গভীর ভাবে শোকাহত ও লজ্জিত।’’ মমতা বন্দ্যোপাধ্যায় এর অত্যন্ত ঘনিষ্ঠ রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাই স্বভাবতই শাসকদলের প্রতি এমনতর বিস্ফোরক মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি।
আবার অন্যদিকে, এদিন তৃণমূল সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেনের স্ত্রী কাকলি সেনও ফেসবুকে বিস্ফোরক মন্তব্য যুক্ত পোস্টে তাঁর বিবৃতি দেন। তিনি লিখেছেন, ‘‘আমরা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও কঠিন শাস্তির দাবি করছি। চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তদের আমরা অনুরোধ করছি এই নৃশংসতার বিরুদ্ধে এক হতে। এর পাশাপাশি তিনি অভিযোগের তীর ছুড়ে দিয়ে বললেন, কোনও সংবাদমাধ্যম, সরকার পক্ষ অথবা সেলিব্রিটিরা ডাক্তারদের গণপ্রহারের বিরুদ্ধে নাকি তাদের পাশে এসে দাঁড়ান না।
এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, যেহেতু পেশাগত ভাবে ডাক্তাররা সংখ্যায় কম, তাই সেভাবে কেউ আপনাদের প্রতি সহানুভূতিশীল হবেন না। তাই যদি এখনও আপনারা নিজেরা এগিয়ে এসে ঐক্যবদ্ধ না হন তা হলে একে একে আপনারা সকলেই গণপ্রহারের শিকার হবেন।’’ প্রয়োজন হলে সব হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র বন্ধ করে দেওয়া হবে— এমনই হুঁশিয়ারি দিলেন নিজের ফেসবুক টাইমলাইন এর পোস্ট থেকে তৃণমূল সাংসদের স্ত্রী কাকলি সেন।
ছবি ও তথ্যসুত্র ঃ সোস্যাল মিডিয়া।