March 21, 2025

BREAKING কলকাতা দমদম বিমানবন্দরে অগ্নিকাণ্ড, এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর চত্বরে —

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, দমদম : বুধবার থেকে শুরু হয়ে গেছে Bengal Global Business Summit, আজই ছিল তার প্রথম দিন। তারই মাঝে দুয়ারে বিপদ এসে উপস্থিত। এদিনের এই অনুষ্ঠানে ঠিক শিল্পপতিদের আসার সময় হঠাৎই কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে (International Airport) লাগলো আগুন। কিন্তু কেন আর কিভাবে এই আগুন লাগলো তার কারণ এখনো জানা যায়নি।

তবে জরুরিকালীন পরিস্থিতিতে চলছে আগুন নেভানোর কাজ, ইতিমধ্যেই উপস্থিত দমকল বাহিনী (Fire Brigade)। দাউদাউ করে জ্বলছে ফ্লেক্স, ব্যানার। আতঙ্কে ভয়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন যাত্রীরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টায় পুরোদস্তুর কাজ করে চলেছে দমকলবাহিনী-পুলিশ উভয়ই। আকস্মিক এই অগ্নিকান্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর (Airport) চত্বর জুড়ে।

Advertisements

Leave a Reply