March 21, 2025

NewsAlert ফেক ডিজিটাল অ্যারেস্টের শিকার নয়ডার গোটা পরিবার, হাতিয়ে নিলো ১ কোটি টাকা

0
Advertisements

HnExpress ওয়েবডেক্স নিউজ, নয়ডা ঃ নয়ডায় ৫ দিন ধরে গোটা পরিবার ফেক ডিজিটাল অ্যারেস্টের (Digital Arrest) শিকার! ১ কোটি টাকা হাতিয়ে নিলো প্রতারকের চক্র। সরকারি আধিকারিক সেজে ওই পরিবারের কাছে ফোন করা হয়েছিল। তারপরই গত ৫ দিন ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হয়েছিল তাঁদের।

জানা গেছে নয়ডার (Noida) চন্দ্রভান পালিওয়াল নামে এক ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, গত ১লা ফেব্রুয়ারি তাঁর কাছে একটি ফোন আসে। তাঁকে বলা হয় টেলিকম রেগুলেটরি অথোরিটিতে ফোন করতে, না হলে তাঁর ফোন নম্বর ব্লক করে দেওয়া হবে। এও দাবি করা হয়, একটি প্রতারণার মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime Branch) তদন্ত করছে এবং তাঁর এই ফোন নম্বরটির সন্ধান সেখান থেকেই পাওয়া গেছে।

অভিযোগকারী ব্যক্তির দাবি, এই ফোনের ঠিক ১০ মিনিটের মধ্যেই একজন ‘আইপিএস’ অফিসারের (IPS Officer) পরিচয় দিয়ে তাঁকে ভিডিও কল করেন। তারপর বলা হয়, তাঁর নামে নাকি ২৪টি মামলা রুজু করা হয়েছে এবং আর্থিক প্রতারণার মামলাতেও তাঁর নাম যুক্ত আছে। পাশাপাশি এও দাবি করা হয়, সিবিআই (CBI) এই মামলার তদন্ত করছে। পালিওয়াল জানিয়েছেন, একইরকম ভাবে পরপর ভিডিও কল করা হয়েছিল তাঁর মেয়ে এবং স্ত্রীকেও।

টানা ৫ দিন ধরে তাঁরা ফোন রাখতেই পারেননি। এর মাঝেই শুধুমাত্র গ্রেফতারির হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে তাঁদের থেকে ১ কোটি টাকা আদায় করে নেওয়া হয়েছে। সাইবার প্রতারণা রুখতে ইতিমধ্যে বিশেষ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। এই অভিযোগটি খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের পুলিশের সঙ্গে যোগাযোগ করে কাজ শুরু করেছে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার।

পাশাপাশি সাধারণ মানুষকেও বারংবার সতর্ক করা হচ্ছে যেন তাঁরা কোনো মতেই এই ফাঁদে পা না দেন। কারণ আইনত ডিজিটাল গ্রেফতার (Digital Arrest) বলে আদৌ কিছু হয় না। তাই এই ধরনের কোনো ফোন বা ভিডিও কল আসলে ভয় না পেয়ে আগেই যোগাযোগ করুন এই নাম্বারে : ১৯৩০ বা সরাসরি থানার সাইবার নিরাপত্তা বিভাগে কমপ্লেইন করুন। পাশাপাশি ব্যাক্তিগত/ আর্থিক তথ্য শেয়ার করবেন না, বা কোনো প্রকার অর্থ প্রদান করবেন না। নিজে সতর্ক থাকুন, সাবধান থাকুন। আর শেয়ার করে অন্যদের সাবধান করে দিন।

Advertisements

Leave a Reply