জনসংযোগ বাড়ানোর উদ্দেশ্যে এবারে পুলিশ এর পক্ষ থেকে আয়োজন করা হলো চক্ষু পরীক্ষা শিবির
HnExpress অরুণ কুমার ঃ পুলিশের সঙ্গে সাধারণ মানুষের জনসংযোগ আরো বাড়ানোর লক্ষ্যে এবং “সেভ ড্রাইভ, সেফ লাইভ” এই কর্মসূচিকে সামনে রেখে ভারত ভুটান সীমান্ত লাগোয়া গুরুত্বপূর্ণ ব্লক ও থানা নাগড়াকাটায় পুলিশ এর পক্ষ থেকে আয়োজন করা হলো একদিনের চক্ষু পরীক্ষা শিবির। এদিন সোমবার “সেভ ড্রাইভ সেফ লাইফ” প্রচারে নাগরাকাটা থানার পক্ষ থেকে চালকদের বিনামুল্যে স্বাস্থ পরিক্ষার শিবিরের আয়োজন করা হয়। এখানে চালকদের ব্লাড গ্রুপ পরিক্ষা করা হয়, সুগার টেস্ট, এইচ আইভি টেস্ট সহ চক্ষু পরিক্ষাও করানো হয়।
এর পাশাপাশি তাদের ফুল বডি চিকিৎসার ব্যাবস্থাও করা হয় এদিন। প্রসঙ্গত চালকেরা নিজেদের স্বাস্থ সম্পর্কে সচেতন নয় বলে পুলিশ প্রশাসনের দাবি। আর তার কারন চালকেরা অনেকেই নিজেদের স্বাস্থ্য নিয়ে ভাবেন না বা চিন্তিত নন, আর তাই তারা নিজেদের স্বাস্থ পরিক্ষাও করান না। এতে তারা নিজেদের বিপদ তো ডেকে আনছেই, তার সাথে নিজেদের পরিবারেরও বিপদ বাড়াচ্ছেন।
যেকোনো রকমের খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন।
তাই স্বাভাবিক ভাবেই তাদের স্বাস্থের কথা ভেবেই এদিন এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প করা হয়েছে। এদিনের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন, মালের এসডিপিও দেবাশিষ চক্রবর্তি, নাগরা কাটার বিডিও স্মৃতা সুব্বা এবং নাগরা কাটা থানার ওসি শুভাশিস চক্রবর্তি সহ অনেকেই। এলাকায় দারুন সারা পড়ে যায় এদিনের এই ক্যাম্পকে কেন্দ্র করে। দুপুরে নাগরাকাটা হিন্দি হাইস্কুলের ছাত্রছাত্রিদের নিয়ে একটি মিছিলও করা হয় থানার পক্ষ থেকে।