হুগলির গ্রামীণ পুলিশের চাঞ্চল্যকর অভিযান, উদ্ধার চুরি যাওয়া দ্রব্যাদি
HnExpress সন্তোষ দাস, হুগলি ঃ গত বেশ কয়েকদিন ধরেই আরামবাগ মহকুমা তথা পার্শ্ববর্তী জেলার কিছু অঞ্চলের বেশ কিছু সোনার দোকান থেকে চুরির অভিযোগ পাওয়া যায়। হুগলি গ্রামীণ পুলিশ সেইসব অভিযোগের ভিত্তিতে শুরু করেন তদন্ত। আর তারপরেই তৎপর পুলিশি অভিযানে চাঞ্চল্যকর ভাবে বেরিয়ে আসে আরামবাগ থানা এলাকায় অস্থায়ী ভাবে বসবাসকারী কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হদিশ।
সন্দেহভাজন এই ব্যক্তিরা ভিন রাজ্য থেকে এসে এই এলাকায় বসবাস শুরু করেছিল। সেইমত গোপন সূত্রের খবরে জানা যায় যে, গত ২৫শে জানুয়ারির দুপুরে, আরামবাগ থানার উদ্যোগে আরামবাগ থানাধীন দুই এলাকা, শ্রীনিকেতন পল্লী এবং সুপাড়ার দুই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মোট ১৪জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ৩৬ রাউন্ড লাইভ এমুনেশন, ১৭টি মোবাইল ফোন, নগদ এক লক্ষ ষাট হাজার টাকা, ঘরবাড়ি বা দোকান কাটবার বিভিন্ন যন্ত্রপাতি সহ ইলেকট্রিক কাটার মেশিন ও আনুমানিক ৫০০ গ্রাম সোনা এবং ১.৫ কেজি রুপোর অলঙ্কার উদ্ধার করা হয়।
১৪ জনকেই আইনি প্রক্রিয়া মেনে আদালতে তোলা হয়েছে এবং তার মধ্যে ১০ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। দুস্কৃতিদের অপরাধের ইতিহাস খতিয়ে দেখা হবে এবং একই সঙ্গে আরও কিছু চুরি যাওয়া জিনিস উদ্ধারের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিস সুত্রের খবর।