শ্রাবণের অন্তিম লগ্নে দূর্যোগের আশঙ্কা, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সতর্কতা
Rain Forecast : “শ্রাবণের ধারার মত পড়ুক ঝড়ে”— না তেমন কোনো সম্ভাবনা আর নেই। এ বছর শ্রাবণে কখনো গনগনে রোদ তো আবার কখনো প্রবল বৃষ্টির দেখা মিলছে। বঙ্গোপসাগরে ঘাঁটি গেড়েছে নিম্নচাপ। রোদ ঝলমল আকাশের ফাঁকেই ঘনাচ্ছে দূর্যোগের কালো মেঘ। সপ্তাহান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর।
HnExpress ওয়েদার রিপোর্ট : শ্রাবণের শেষ লগ্নে দুর্যোগের আশঙ্কা, সপ্তাহান্তে ভারী বৃষ্টির সতর্কতা। নিচু এলাকাগুলোতে জমতে পারে জল। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Office), আপাতত ঝেঁপে বৃষ্টি হবে মহানগর সহ উত্তর ও দক্ষিণের সমস্ত জেলায় জেলায়। ভারী ঝড়-বৃষ্টির জেরে বিপর্যস্ত হতে পারে জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর। যেখানে কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।
ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি জেলায়। সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Yellow Alert)। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানেও রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে রবিবারও (Sunday)।
পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। অন্যদিকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের (South Bengal) কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। উত্তরবঙ্গে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।