March 21, 2025

বৈদ্যুতিক তারে শক লেগে এক স্কুল ছাত্রের মৃত্যু এগরায়, মর্গে পচন ধরলো দেহে

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পানের বরজের বৈদ্যুতিক তারে শক লেগে স্কুল এক ছাত্রের মৃত্যু হলো। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানার (Egra Police Station) বেনাচাকড়ি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানান, বেনাচাকড়ি গ্রামে নিরঞ্জন দাসের একটি পানের বরজ আছে। সেই বরজের চতুর্দিকে সরু জিআই তার দিয়ে বেড়া দিয়ে রেখেছে।

তাতে বিদ্যুৎ সংযোগ করা থাকে। যাতে বরজে অবাঞ্চিত অনুপ্রবেশ না ঘটে। ওই গ্রামেরই ছাত্র সন্তোষ দাস (১৭)। সে এগরার (Agra) জেড়থান গয়াপ্রসাদ বিদ্যাপীঠে একাদশ শ্রেণিতে পড়ত। সূত্রের খবর, সন্তোষ তাদের বাদাম খেত থেকে হনুমান তাড়িয়ে ওই বরজের পাশ দিয়ে ফিরচ্ছিল। সেই সময় ছাত্রটির পায়ে এবং হাতে পান বরজের ছড়িয়ে থাকা অবৈধ ইলেকট্রিক তার (Electric Wire) জড়িয়ে যায়।

সঙ্গে সঙ্গে বিকট শব্দ হয় ও ধোঁয়া বের হতে থাকে। এলাকার মানুষ দৌড়ে এসে ওই ছাত্রকে উদ্ধার করে তড়িঘড়ি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে (Egra Super Specially Hospital) নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের তরফে এগরা থানায় নিরঞ্জন দাসের নামে লিখিত অভিযোগ দায়ের করে মামলা রুজু করা হয়েছে। এভাবে অবৈধ বৈদ্যুতিন তারের বেড়া দেওয়ার প্রতিবাদে সরব হয়েছে স্থানীয়রাও।

অন্যদিকে, এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গ থেকে রবিবার যখন মৃত ছাত্রের জেঠু বেণীমাধব দাস ও তাঁর এক প্রতিবেশী দেহটি আনতে যায় তখন তাঁরা দেখতে পান, ছাত্রের মৃতদেহে পচন ধরেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে, তারা জানায় মর্গের শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র (Air Condition) বিকল হয়ে গেছে। এর প্রতিবাদেও পরিবার ও স্থানীয়রা হাসপাতালের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান।

ঘটনাস্থলে এএসআই বুদ্ধদেব মান্নার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে উত্তপ্ত জনতাকে কোনও রকমে বুঝিয়ে শান্ত করেন। এগরা হাসপালের সুপার সমীর আচারিয়া বলেন, “বিষয়টা নিয়ে পরিবারের লোকজন অভিযোগ করেছেন। আমরা বিষয়টা খতিয়ে দেখছি। কী কারণে মর্গের এসি (AC) বন্ধ ছিল তা অবিলম্বে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”এগরা থানার আইসি অরুণ খাঁ জানান, মৃত ছাত্রের বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। সম্পুর্ণ বিষয়টি পুঙখানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখা হবে।

Advertisements

Leave a Reply