March 21, 2025

রাজ্য ভলিবলে দ্বিমুকুট প্রাপ্তি ইস্টার্ন রেল দলের

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতা ঃ আবার সেই দৃশ্য দেখতে পাওয়া গেলো রাজ্য ভলিবল নক আউট টুর্নামেন্টের (State Volleyball knock-out Tournament) ফাইনাল খেলায় দর্শকদের ভিড়। প্রচুর মানুষ খেলা উপভোগ করলেন। এবারের ফাইনাল খেলায় ছেলে ও মেয়েদের উভয় বিভাগেই সেরার খেতাব জিতে নিল ইস্টার্ন রেল (Eastern rail)। ছেলেদের ফাইনালে ইস্টার্ন রেল ৩-০ গোলে বড়িশা সবুজ সংঘকে হারিয়ে সেরা দলের স্বীকৃতি পায়।

শক্তিশালী রেল দলের বিরুদ্ধে দারুন লড়াই করে বড়িশা সবুজ সংঘের (Barisha Shobuj Sangho) তরুণ খেলোয়াড়রা। রেল দলে ভিন রাজ্যের খেলোয়াড়দের ভিড় ছিল ভালোই। সেখানে বড়িশা দলে বাংলার ভূমিপুত্ররাই খেলেছেন। আর মেয়েদের ফাইনালে ইস্টার্ন রেল (Eastern Rail) একতরফা খেলে কল্যাণ পরিষদকে ৩-১ গোলে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়। ম্যাচের সেরা হয়েছেন প্রেরণা পাল ও সঞ্জীব এস।

সেরা কোচের সম্মান পান মহামায়া সমাদ্দার ও প্রসেনজিৎ দত্ত। উপস্থিত ছিলেন ফুটবলার সুব্রত ভট্টাচার্য্য, আই এফ এ (IFA) সংস্থার সচিব অনির্বাণ দত্ত এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (Bengal Olympic Association) সভাপতি স্বপন ব্যানার্জি। ছিলেন বিধায়ক ও প্রাক্তন জাতীয় ভলিবল খেলোয়াড় নৌশাদ সিদ্দিকি ও রাজ্য ভলিবল সংস্থার সচিব রথীন রায় চৌধুরী।

Advertisements

Leave a Reply