October 11, 2024

কলকাতা লিগের ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গলের বাজিমাত

0
Advertisements

HnExpress শিখা দেব, কলকাতাকলকাতা ফুটবল লিগের প্রথম ডার্বি ম্যাচে (Derby Match) বাজিমাত করল ইস্টবেঙ্গল ২-১ গোলে মোহনবাগান সুপার জায়ান্টসকে (MohunBagan super  Giants) হারিয়ে দিয়ে। তবে ডার্বি ম্যাচের সেই উন্মাদনা আজ আর নেই। মাঠে দর্শকের অভাব ছিল চোখে পড়ার মতো। তাই দুই দলের লড়াইয়ে সেই ভাবে মন ভরলো না। সাদামাটা ম্যাচে লাল হলুদ ফুটবলারদের প্রাধান্য ছিল বেশি।

খেলার প্রথম পর্বে কোনও পক্ষই গোল পায়নি। দ্বিতীয় পর্বে ইস্টবেঙ্গল (East Bengal) খেলার ছক বদল করে গোল পেয়ে যায়। খেলার ৫১ মিনিটে মোহনবাগানের রক্ষণভাগের ভুলে পি ভি বিষ্ণু গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। অল্প কিছু সময়ের ব্যবধানে গোল পেয়ে যায় লাল হলুদ শিবির।

এবারের গোলদাতা জেসিন দারুন গোল করেন। খেলার শেষ ১৫ মিনিটে ইস্টবেঙ্গলের (EastBengal) দশ জন খেলে। জেসিন দুবার হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। দ্বিতীয় পর্বের সংযোজিত সময়ের শেষ মুহূর্তে মোহনবাগানের (Mohanbagan) সুহেল গোল করে ব্যবধান কমান। ভু মোহনবাগান পরপর তিনটি ম্যাচে পয়েন্ট নষ্ট করল। আর ইস্টবেঙ্গল পর পর টানা তিনটি ম্যাচ জিতে হ্যাটট্রিক তৈরি করল।

 

ছবি কৃতিত্ব : মানস চক্রবর্তী

Advertisements

Leave a Reply