February 17, 2025

চাঁদনীর বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলো ইস্টবেঙ্গল

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ ছয়টি দলকে নিয়ে মেয়েদের আই এফ এ শিল্ড শুরু হয়েছে। প্রথম দিন থেকেই ইস্ট বেঙ্গল দাপটের সঙ্গে খেলছে। সোমবার ইস্টবেঙ্গল ১১-০ গোলে হারিয়ে দিয়েছে চাঁদনী স্পোর্টিং ক্লাবকে। লাল হলুদ ব্রিগেডের তুলসী হেমব্রম ডবল হ্যাটট্রিক করেছেন। হ্যাটট্রিক করেছেন মৌসুমী মুর্মুও।

অন্য দুটি গোল করেন সুলঞ্জনা রাউল ও বর্ণালী কাঁড়ার। অপর গ্রুপের মহামেডান স্পোর্টিং ও পশ্চিমবঙ্গ পুলিশের খেলাটি ২-২ গোলে শেষ হয়। মাঠে ছিলেন আই এফ এ’র সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত এবং সাংসদ মহুয়া মৈত্র। অন্যদিকে অর্জুন পুরস্কার বিজয়ী ফুটবলার সুব্রত ভট্টাচার্যকে অনলাইন প্রতারণায় ১৭ লাখ টাকা হারাতে হলো।



তিনি বলেন, আমার কাছে একটা এস এম এস আসে। তাতে ভুলবশত হাত পরে যায়। তারপরেই দেখি আমার ব্যাংক থেকে ১৭ লাখ টাকা উধাও। পুলিশকে জানিয়েছি। ব্যাংকেও যোগাযোগ করেছি। এখনও সুরাহা হয় নি

Advertisements

Leave a Reply