সুপার কাপ ফুটবল থেকে ছিটকে গেলো ইস্টবেঙ্গল


HnExpress শিখা দেব, কলকাতা ঃ মোহনবাগানের পরে এবারে সুপার কাপ ফুটবল থেকে ছিটকে গেলো ইস্টবেঙ্গল। ড্রয়ের হ্যাটট্রিক করে বিদায় নিতে হলো লাল হলুদ শিবিরকে। সোমবার কেরলের
মাঠে আইজল এফ সি’র বিরুদ্ধে ২-০ গোলে এগিয়ে ছিল। কিন্তু তা আর ধরে রাখতে পারেনি।
শেষ পর্যন্ত আইজলের সঙ্গে ২-২ গোলে খেলা শেষ করে মাঠ ছাড়তে বাধ্য হয় ইস্টবেঙ্গল। লাল হলুদ শিবির প্রথম ম্যাচে ওড়িশা এফ সি ও দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফ সি’র সঙ্গে ড্র করেছিল। আই এস এল ফুটবলের পরে সুপার কাপে ব্যর্থ হলো ইস্টবেঙ্গল।

আগামী মরশুমে নতুন কোচের প্রশিক্ষণে লাল হলুদ শিবিরের ফুটবলাররা আবার মাঠে নামবেন।
এদিকে মহামেডান স্পোর্টিং ক্লাবের মাথার উপর থেকে হাত গুটিয়ে নিল বিনিয়োগকারী সংস্থা।