March 21, 2025

মোহনবাগান শিবিরকে হারিয়ে দিল ইস্টবেঙ্গল ব্রিগেড

0
Advertisements

HnExpress নিজস্ব প্রতিবেদন, কলকাতা ঃ এবারে যুব ফুটবলে মোহনবাগান ক্লাবের জয়ের রথ থমকে গেল। অবশেষে মোহনবাগানকে (MohunBagan) হারতে হল প্রতিপক্ষ দল ইস্টবেঙ্গলের (East Bengal) কাছে। বয়সভিত্তিক ফুটবলে মোহনবাগান ধারাবাহিক ভাবে সাফল্য পেয়ে আসছিল। তবে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফিরতি ডার্বিতে সেই ধারা বদলে গেল। জয় পেল লাল হলুদ শিবির।

মোহনবাগান হার স্বীকার করল ১-২ গোলে ইস্টবেঙ্গলের কাছে। কয়েকদিন আগেই এই আঞ্চলিক ডার্বিতে (Darby) নৈহাটি স্টেডিয়ামে (Naihati Stedium) ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায় সবুজ মেরুন ব্রিগেড। এদিন সেই হারের মধুর বদলা নিলেন শ্যামল বেসরাররা। খেলার শুরুতেই ইস্টবেঙ্গল সেইভাবে ভালো খেলা উপহার দিতে পারেনি। তবে খেলার ১১ মিনিটের মাথায় পেনাল্টি পায় মোহনবাগান।

যদিও সেই পেনাল্টি থেকে গোল করতে পারেনি। তারপর থেকেই খেলায় দাপট দেখাতে থাকে ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদের হয়ে ৩৪ মিনিটে প্রথম গোলটি করেন আরোমল পি। প্রথমার্ধে ম্যাচে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইস্টবেঙ্গল দাপটের সঙ্গে খেলতে থাকে।

আক্রমণের তীব্রতায় সবুজ শিবিরে রক্ষণভাগ বেশ চিন্তায় পড়ে যায়। খেলার ৭১ মিনিটে আরও একটি গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন শ্যামল বেসরা। পিছিয়ে থেকেও মোহনবাগান (MohunBagan) আক্রমণ থেকে সড়ে দাঁড়ায়নি। ৭৭ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে গোলের ব্যবধান কমান পাসাং দোরজি তামাং।

Advertisements

Leave a Reply