February 17, 2025

হারের হ্যাটট্রিকে এগিয়ে ইস্টবেঙ্গল

0
Advertisements


HnExpress শিখা দেব, কলকাতা ঃ আই এস এল (ISL) ফুটবলে আবার হারের হ্যাটট্রিকে নাম লেখাল ইস্টবেঙ্গল। অবশ্য কোচ অস্কার ব্রুজোর আমলে এটাই প্রথম। এফ সি গোয়ার (FC Goa) কাছে ০-১ গোলে পরাজিত হল ইস্টবেঙ্গল। মান্ডবি নদীর জলে ভেসে গেল লাল হলুদের জয়ের ছক।

মাত্র ১৩ মিনিটে ব্রাইসনের গোলে এগিয়ে যায় গোয়া। তারপরে ইস্টবেঙ্গল (East Bengal) চাপ সৃষ্টি করেও গোলের মুখ খুলতে পারেনি। লাল-হলুদ জার্সি গায়ে বিদেশি ফুটবলার রিচার্ড সেলিসের (Richard Celis) অভিষেক হল। খারাপ লাগেনি সেলিসের খেলা। খেলার শেষের দিকে গোয়ার সাদিকু লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যান।

Advertisements

Leave a Reply