December 11, 2024

বজবজের একটি প্রাইভেট স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে প্রান্তিক শিশুদের উপহার ও মিষ্টি বিতরণের মাধ্যমে “দান উৎসব” কর্মসূচি

0
Image Editor Output Image1371097933 1635929511982.jpg
Advertisements


HnExpress উর্মি বসু, বজবজ ঃ দীপাবলি মানেই আলোর উৎসব এবং নানান উপহার স্বরূপ আনন্দ ছড়িয়ে দেওয়ার উৎস। তবে এই আনন্দ উৎসবের আলো সবার ঘরে ঘরে পৌঁছাতে পারে না। আর সেই আনন্দের উপহার থেকে বঞ্চিত এমন কিছু শিশু ও তাদের পরিবারের কাছে ভালোবাসার দান পৌঁছানোর লক্ষ্যে বিবিআইটি পাবলিক স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা “দান উৎসব” নামে এই প্রথম এক অভিনব উদ্যোগ নেয়।

এই অভূতপূর্ব অভিযানের মধ্য দিয়ে উৎসবের মরসুমে তাদের মুখে হাসি ফোটাতে বিবিআইটি পাবলিক স্কুলের ছাত্র পরিষদ এবং স্কুলের কমিউনিটি আউটরিচ ক্লাবের স্বতঃস্ফূর্ত উদ্যোগে বজবজের নাঙ্গি স্টেশন সংলগ্ন বস্তির প্রায় ১০০ জন শিশুর মধ্যে উপহার স্বরূপ পুরাতন বস্ত্র, কম্বল ও মিষ্টি বিতরণ করল এদিন। এই শিশুদের পরিবার পরিদর্শন এবং উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিবিআইটি পাবলিক স্কুলের অধ্যক্ষ ড. মুনমুন নাথ, স্কুলের অন্যান্য সদস্যবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা।

এই উদ্যোগ সম্পর্কে স্কুলের অধ্যক্ষ ড. মুনমুন নাথ বলেন, “অন্যদের জন্য ছোট ছোট কাজ করা বন্ধ করবেন না। কখনও কখনও এই ছোট জিনিসগুলি তাদের হৃদয়ের সবচেয়ে বড় অংশ দখল করে নেয়। আর আমরা যখন অন্যদের সাহায্য করি তখন তার বিনিময়ে কিছু পাওয়ার চিন্তা করা একদমই উচিত নয়। আমাদের দয়া আমাদের স্থায়ী গুণ হতে হবে।

স্কুলের একজন প্রিন্সিপ্যাল হিসেবে এই ছাত্রদের সমাজের জন্য এমন মহৎ কাজ করতে দেখে আমি অভিভূত। বিশেষ করে তাদের মতো বাচ্চাদের জন্য যারা এই ধরনের সুখ বহন করার সুযোগ পায় না। এটি আমাদের স্কুলের জন্য একটি গর্বের মুহূর্ত বলে আমি মনে করি।”

Advertisements

Leave a Reply