বিরাট কোহলিকে সেরা বললেন দিলীপ বেঙ্গসরকার

HnExpress নিজস্ব প্রতিবেদন, কলকাতা : বিরাট কোহলিকে (Virat Kohli) সেরা বললেন দিলীপ বেঙ্গসরকার (Dilip Bengo Sarkar)! কেন? চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ের মাঠে ভারতের খেলা নিয়ে অনেকেই এখন সমালোচনায় মুখর। তাদের এই দাবি নস্যাৎ করে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। তিনি স্পষ্ট জানিয়েছেন, নিরাপত্তার প্রশ্নে ভারতকে (India) দুবাইয়ের মাঠে খেলতে হচ্ছে। সুবিধার কথাটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আসলে যে দেশগুলি ম্যাচ জিততে পারছে না, তারাই এমন কথা বলছে।
শুক্রবার কাশীপুর-বেলগাছিয়া (Kashipur-Belgachia) বিধানসভা এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনে কলকাতায় এসেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকার। বেঙ্গসরকার মনে করেন, যে উইকেটেই খেলা হোক না কেন, তা দু’দলের জন্যই ভাবা হয়ে থাকে। যে দল ভালো খেলবে তারাই জিতবে, এতে আর নতুনত্ব কী আছে?
বেঙ্গসরকার আরও বলেন, প্রথম ১০ ওভারে যে দল বড় রান করতে পারবে, তারাই কিন্তু জেতার অঙ্কে এগিয়ে থাকবে। আর এটাই তো স্বাভাবিক। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি (Sambhran Banerjee), ঋদ্ধিমান সাহা (Riddhiman Saha), মন্ত্রী সুজিত বসু (Sujit Basu), ডেপুটি মেয়র অতীন ঘোষ (Atin Ghosh) ও মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত (Debasish Dutta) প্রমুখ।