December 11, 2024

উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি হিসেবে নবনিযুক্ত হলেন দেবরাজ চক্রবর্ত্তী

0
Img 20200904 Wa0004.jpg
Advertisements

HnExpress ৪ঠা সেপ্টেম্বর, নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা ঃ নবনিযুক্ত উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্ত্তী ইতিমধ্যেই জেলার প্রায় সর্বত্র পরিক্রমা করে ফেলেছেন। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক বিচক্ষণতা নজর কেড়েছে জেলার প্রায় সব মহলেই। ইতিমধ্যে জেলার অনেক ব্লকেই তার হাত ধরে বিরোধী দল থেকে বহু মানুষ যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে।

এদিনও দেবরাজ চক্রবর্ত্তীর হাত ধরে মতুয়া ও আদিবাসী সমাজের অনেক পরিবার যোগদান করলো তৃণমূলে। তারা মূলত বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত গোপালনগর ১নং পঞ্চায়েত, ঘাটবাওড় একালার অধিবাসী। এদিন এই যোগ দান সভায় দেবরাজ এর বক্তব্যকে ঘিরে কর্মী সমর্থকদের উৎসাহ ছিল রীতিমতো উল্লেখযোগ্য।

এদিনের এই যোগদান পর্ব ও কর্মীসভায় উপস্থিতি ছিলেন নবনিযুক্ত জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ সহ প্রাক্তন সংসদ মমতা বালা ঠাকুর, প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ, পৌর প্রশাসক শঙ্কর আড্ড এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ প্রমুখ।

Advertisements

Leave a Reply