December 9, 2024

নদিয়ায় ৩০০ শয্যার নতুন COVID-19 হসপিটাল প্রস্তুত করল জেলা প্রশাসক

0
Img 20200331 Wa0009.jpg
Advertisements

HnExpress ৩১শে মার্চ, সুদীপ ঘোষ, নদীয়া : মুখ্যমন্ত্রীর নির্দেশে ও স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মেনে এদিন নদীয়া জেলার কৃষ্ণনগরে ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর গ্লোক্যাল হসপিটালটিকে ৩০০ শয্যা বিশেষ নতুন COVID-19 হসপিটাল হিসেবে প্রস্তুত করা শুরু করল জেলা প্রশাসক। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরেই হসপিটালটি, জনবহুল এলাকা থেকে অনেকটাই দূরে তাই এই হসপিটালকেই জেলা প্রশাসকরা COVID-19 হসপিটাল হিসাবে চিহ্নিত করলো এবং দীর্ঘদিন ধরে গ্লোকাল হসপিটালটি বন্ধ থাকার কারণে এই হসপিটালিটিকেই কাজে লাগাতে চাইছে নদীয়া জেলা প্রশাসক।

 

 

ডক্টর অসিত কুমার দেওয়ান তিনি জানান তেহট্টের পাঁচজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংস্পর্শে যারা এসেছিল তাদের মধ্যে ৭১ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এবং তিনি আরো জানান যে, তাদের মধ্যে সকলেই বর্তমানে সুস্থ আছে। এবং তাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো সংক্রমণ এখনো পর্যন্ত দেখা যায়নি। তিনি সাংবাদিক সম্মেলনে বললেন যে, দুই থেকে তিন দিনের মধ্যেই ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর অবস্থিত গ্লোক্যাল হসপিটালটি রেডি হয়ে যাবে COVID-19 হসপিটাল হিসাবে ব্যাবহার করার জন্য।

 

Advertisements

Leave a Reply