December 13, 2024

জাতীয় স্বাস্থ‍্য মিশনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির তরফে ৫ দফা দাবি নিয়ে জেলা মুখ‍্য স্বাস্থ‍্য আধিকারিকে ডেপুটেশন

0
Img 20201210 Wa0001.jpg
Advertisements

HnExpress ৯ই ডিসেম্বর, সুমন্ত দাস দক্ষিণ ২৪ পরগনা ঃ জাতীয় স্বাস্থ‍্য মিশনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির তরফে ৫ দফা দাবি নিয়ে জেলা মুখ‍্য স্বাস্থ‍্য আধিকারিকে ডেপুটেশন। প্রসঙ্গত উল্লেখ্য, জাতীয় স্বাস্থ‍্য মিশনের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির তরফ থেকে গত ৮ই ডিসেম্বর জেলা সদর হাসপাতাল এম.আর.বাঙ্গুরে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে পা মেলান জাতীয় স্বাস্থ‍্য মিশনে অধিনস্থ সকল স্বাস্থ‍্য কর্মীরা, মূলত তাদের ৫ দফা দাবী নিয়েই এই আন্দোলন।

রাজ‍্য সভাপতি অঞ্জন বন্দোপাধ‍্যায় আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান যে, চাকরির স্থায়ী করণ, বেতন বৃদ্ধি, করোনা কালে স্বাস্থ‍্যকর্মীদের চাকরির নিরাপত্তা, করোনা আক্রান্ত হয়ে মৃত স্বাস্থ‍্যকর্মীদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান সহ ৫ দফার দাবীগুলি নিয়ে এদিন জেলা স্বাস্থ‍্য আধিকারিক সোমনাথ মুখার্জীকে ডেপুটেশন দেওয়া হল। তিনি আরও বলেন যে, আমাদেরও পরিবার আছে, তাদের কথা সরকারেরই ভাবা উচিত। কিন্তু সরকার আমাদের সে দিকে তেমন নজর দিচ্ছে না, তাই এই সিদ্ধান্ত। আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন, তবে সেটা রুগীদের পরিষেবার কথা চিন্তা করেই।

Advertisements

Leave a Reply